এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার বেনামী সম্পত্তি নিয়ে অর্জুন সিংয়ের ঘুম ওড়াতে আসরে নামল তৃণমূল, পাল্টা চ্যালেঞ্জ সাংসদের

এবার বেনামী সম্পত্তি নিয়ে অর্জুন সিংয়ের ঘুম ওড়াতে আসরে নামল তৃণমূল, পাল্টা চ্যালেঞ্জ সাংসদের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় অর্জুন সিং ছিলেন তৃণমূলের একজন দাপুটে নেতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর। কিন্তু পরবর্তীতে তিনি তৃণমূল ছেড়ে যোগদান করেন বিজেপিতে। গত লোকসভা নির্বাচনে তিনি বিজেপির সাংসদ হন। এরপর থেকেই শাসকদল তৃণমূল তাঁর বিরুদ্ধে বারবার খড়গহস্ত হয়েছে। বহু অভিযোগ অভিযোগ উঠেছে অর্জুন সিং এর বিরুদ্ধে, একের পর এক মামলা দায়ের করা হয়েছে। এবার গতকাল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে ভুল তথ্য জমা দেওয়ার অভিযোগ করলেন তৃণমূলের মুখপাত্র সেইসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

প্রসঙ্গত, গত ২০১৯ এর লোকসভা নির্বাচনের পূর্বে অর্জুন সিং তৃণমূল ছেড়ে যোগদান করেন বিজেপিতে। এরপর নির্বাচনে জয়লাভ করে তিনি সাংসদ হন। ভাটপাড়ার নির্বাচনে তাঁর ছেলে জয়লাভ করেন। এরপর থেকেই তৃনমূলে তার প্রতি রোষ বাড়তে থাকে। ভাটপাড়া পুরসভার দখল নিয়ে বিজেপি-তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। বিজেপি ভাটপাড়া পুরসভার দখল নেয়। পরবর্তীতে নিজের শক্তি প্রদর্শন করে তা ছিনিয়ে নিয়েছে তৃণমূল।

ক্রমেই অর্জুন সিং এর বিরুদ্ধে আক্রোশ বাড়ে তৃণমূলের। তাঁর নামে একের পর এক মামলা দায়ের হতে থাকে। অর্জুন সিংও শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ আনতে থাকেন। গতকাল শনিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানালেন যে, অর্জুন সিং নির্বাচন কমিশনের কাছে তাঁর বিষয়সম্পত্তি নিয়ে অসত্য তথ্য জমা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, অর্জুন সিং এর দুবাইতে থাকা সম্পত্তির কথা নির্বাচনী হলফনামায় দেওয়া নেই। অর্জুন সিং এর আয়ের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন মন্ত্রী শশী পাঁজা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্জুন সিং এর বিরুদ্ধে এমন ধরনের বহু অভিযোগ করার পর মন্ত্রী শশী পাঁজাকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন অর্জুন সিং। গণমাধ্যমকে ফোন করে তিনি জানিয়েছেন যে, তাঁর ব্যাপারে এরকম সাংবাদিক সম্মেলন না করে আদালতে মামলা করা উচিত ছিল শাসকদল তৃণমূলের। তৃণমূলের যদি ক্ষমতা থাকে তবে, এই অভিযোগ আদালতে প্রমাণ করে দেখাক তৃণমূল।

আবার, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন সৌগত রায় সহ তৃণমূলের ৫ জন সাংসদ, কিছুদিন আগেই এই দাবি করেছিলেন অর্জুন সিং। তবে, তাঁর এই দাবি মেনে নেননি তৃণমূল সাংসদ সৌগত রায়। গতকাল এ প্রসঙ্গে মন্ত্রী শশী পাঁজা বলেন যে, অপপ্রচার করছে বিজেপি সৌগত রায়কে নিয়ে। তাঁকে অপমান করছে বিজেপি। তবে, অর্জুন সিং নিজের অবস্থানে অনড় আছেন। তিনি দাবি করেছেন যে, আগামী দিনে সৌগত রায় বিজেপির হয়ে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলবেন। এ ব্যাপারে নিশ্চিত আছেন তিনি।

অন্যদিকে, গতকাল মন্ত্রী শশী পাঁজা কেন্দ্রের প্রতি বঞ্চনার অভিযোগ আনলেন। তিনি জানালেন যে, পশ্চিমবঙ্গ বঞ্চনার শিকার হয়েছে। রাজ্যের পাওনা ৫০ হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র। জিএসটির বকেয়া আছে ৭৭৫০ কোটি টাকা। তাঁর কথায়, ” আমরা আমাদের প্রাপ্য চাইছি, ভিক্ষা চাইছি না।” এদিকে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পাওনা টাকা মিটিয়ে দেবার দাবি করেছিলেন।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!