এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাস্তার উপর চপ ভেজে মদ ঢেলে অভিনব প্রতিবাদে মমতার ওপর চাপ আরও বাড়িয়ে দিলেন বিজেপি নেতা

রাস্তার উপর চপ ভেজে মদ ঢেলে অভিনব প্রতিবাদে মমতার ওপর চাপ আরও বাড়িয়ে দিলেন বিজেপি নেতা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই শাসক-বিরোধী তরজা বাড়তে শুরু করেছে। বর্তমানে বাংলাকে পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি নানা ইস্যুতে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিতে শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্যের বেকারত্বের ইস্যু নিয়ে বিজেপির পক্ষ থেকে প্রতিনিয়ত প্রতিবাদ করা হচ্ছে। আর এবার বেকারত্ব নিয়ে অভিনব প্রতিবাদ করে তৃণমূল সরকারের অস্বস্তি বাড়িয়ে দিলেন দুর্গাপুরের বিজেপি নেতা কর্মীরা।

সূত্রের খবর, রবিবার সকালে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার বি ১ মোড়ে বিজেপির নেতা কর্মীরা জমায়েত হয়ে ভাজা চপ এবং দেশি মদ রাস্তায় ঢেলে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। মূলত, বিজেপির পক্ষ থেকে প্রায়শই দাবি করা হয়, মুখ্যমন্ত্রী বেকার যুবকদের চপ ভাজার তত্ত্ব দিয়েছেন।

তাই এদিন সেই ব্যাপারে তৃণমূল সরকারকে আরও বেশি করে কোণঠাসা করতে এই ধরনের অভিনব প্রতিবাদের মধ্যে দিয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আরও বেশি করে শুরু হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর বিজেপির এই অভিনব প্রতিবাদে তৃণমূল কংগ্রেস যে অত্যন্ত চাপে পড়ল, তা বলার অপেক্ষা রাখে না।

এদিন এই প্রসঙ্গে বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন পশ্চিম বর্ধমানের বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুই। তিনি বলেন, “34 বছরে রাজ্যে শিল্প হয়নি। কোনো উন্নয়ন হয়নি। শেষ 11 বছরের পরিস্থিতি একেবারেই এক করে বেকারত্ব বাড়ছে। যুবক-যুবতীদের চাকরির ব্যবস্থা না করে মুখ্যমন্ত্রী চপ শিল্প করছেন‌। দুষ্কৃতীরাজ বেড়েই চলেছ। সেদিকে রাজ্যের কোনো নিয়ন্ত্রন নেই। মুখ্যমন্ত্রী আটকানোর চেষ্টা না করে বাংলাকে শান্ত করার চেষ্টা না করে সকলকে বলছেন চপ ভাজুন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, বাংলার বেকারত্ব একটি বড় ইস্যু বর্তমানে বিরোধীদের কাছে। আইন শৃঙ্খলা বা অন্যান্য ইস্যুর পাশাপাশি বেকার যুবক-যুবতীদের বা সদ্য নতুন ভোটারদের সমর্থন পেতে মরিয়া হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি। আর তার কারণেই সেই বেকার যুবকদের ভেতরকার আগুন আরও বেশি করে জ্বালিয়ে দিতে তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করতে দেখা গেল দুর্গাপুরের বিজেপি নেতা কর্মীদের। এর ফলে শাসকদল বিধানসভা নির্বাচনের আগে বেকারত্বের দিক থেকে অনেকটাই চাপে পড়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, 2021 এর বিধানসভা নির্বাচনের সময় যতই এগিয়ে আসবে, ততই এই ধরনের ঘটনা ঘটতে শুরু করবে। নিত্যনতুন বিভিন্ন ইস্যু নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হতে দেখা যাবে ভারতীয় জনতা পার্টিকে। তবে এবার যেভাবে দুর্গাপুরে চপ এবং দেশি মদ নিয়ে রাস্তায় ঢেলে তৃণমূল সরকারকে কোণঠাসা করল ভারতীয় জনতা পার্টি, তা নিঃসন্দেহে নজিরবিহীন বলেই মনে করছেন সকলে। সব মিলিয়ে বিজেপির এই অভিনব প্রতিবাদে তৃণমূল কংগ্রেস কতটা চাপে পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!