এখন পড়ছেন
হোম > জাতীয় > শহীদ দিবসে সকলকে যোগদানের আহ্বান মুখ্যমন্ত্রীর, বিরোধীদের এক ছাতার তলায় আনার তীব্র জল্পনা

শহীদ দিবসে সকলকে যোগদানের আহ্বান মুখ্যমন্ত্রীর, বিরোধীদের এক ছাতার তলায় আনার তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার প্রথম দেশজুড়ে শহীদ দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। আজ দুপুর দুটোর সময় বক্তব্য রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাবে। সকলকে মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেবার আহবান জানালেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজ্যের পাশাপাশি উত্তর প্রদেশ, গুজরাট, দিল্লি, আসাম, ত্রিপুরা, কেরালা সহ বহু রাজ্যে শোনানো হবে। একুশে জুলাই এর মঞ্চ থেকেই বিরোধী নেতা-নেত্রীদের এক ছাতার তলায় আনা, তথা মহাজোট গঠনের বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ একুশে জুলাই দেশজুড়ে তৃণমূলের শহীদ দিবস পালনের আবহে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, ১৯৯৩ সালের এই দিনে ১৩ জন মানুষ শহীদ হয়েছিলেন। তাঁদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছেন তিনি। আজ দুপুর দুটোর সময় শহীদদের শ্রদ্ধা জানাতে ভার্চুয়াল সভায় যোগ দেবার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছেন তিনি। তিনি জানালেন, যারা অমানবিক অত্যাচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে জোর গলায় প্রতিবাদ জানাবে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন যে, ১৯৯৩ সালের সেই যন্ত্রণাদায়ক স্মৃতি এখনো টাটকা রয়েছে। সে সময়কার সরকারের অমানবিক নিষ্ঠুরতার শিকার হয়েছিলেন ১৩ জন কর্মী। যা কোনদিন ভোলা যাবে না। আবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় ট্যুইট করে জানিয়েছেন যে, আজ লখনৌতে শহীদ দিবসের কর্মসূচিতে যোগদান করতে চলেছেন তিনি।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর এবার দেশ জয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। তাই দেশজুরে নিজেদের সংগঠনকে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। আজ দেশজুড়ে শহীদ দিবস পালনের মধ্য দিয়ে তার সলতে পাকানোর কাজ শুরু করতে চলেছে তৃণমূল, এমনটাই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। তাই মুখ্যমন্ত্রী আজ কী বক্তব্য রাখেন? বিরোধী নেতৃত্বদের কী বার্তা দেন? সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশের রাজনৈতিক মহল।

তৃণমূলের দেশজুড়ে শহীদ দিবস পালন সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে জানিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরের নেতা হবার চেষ্টা করছেন, কিন্তু তৃণমূল আগে যেসব রাজ্যে শাখা খুলেছিল, সেগুলোই এখন গুটিয়ে গেছে। অন্যদিকে তৃণমূলের শহীদ দিবসের পাল্টা হিসেবে আজ শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করতে চলেছে বিজেপি। আজ দিল্লির রাজঘাটে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে ধর্নায় বসতে চলেছেন বিজেপির নেতা কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!