এখন পড়ছেন
হোম > জাতীয় > বাঘ নয় এবার থেকে ‘জাতীয় পশুর’ মর্যাদা পাবে গরু?

বাঘ নয় এবার থেকে ‘জাতীয় পশুর’ মর্যাদা পাবে গরু?

বাঘ নয় এবার থেকে জাতীয় পশুর মর্যাদা পাওয়া উচিত গরুর। শুনতে অবাক লাগলেও এমনই দাবি জানিয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। আম্বালার এক গোশালা পরিদর্শনের পরে তিনি জানান, বাঘকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু এবার এই সম্মান গরুর পাওয়া উচিত। তাঁর মতের সমর্থনে তাঁর যুক্তি, এমন হলে গরু স্বাভাবিকভাবেই সুরক্ষিত থাকবে এবং এর ফলে গরু পাচারও কমবে। এর থেকে ভালো উপায় আর হয় না, অন্য কোনও আইন গরুকে সুরক্ষিত রাখতে পারবে না। বর্তমানে হরিয়ানায় অনেক গোশালা তৈরি হচ্ছে আর তার জন্য ১০ লাখ টাকা অনুমোদনও করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!