এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের তৃণমূলের ঘর ভাঙলেন মুকুল

ফের তৃণমূলের ঘর ভাঙলেন মুকুল

২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের তৃণমূলের ঘর ভাঙলো বিজেপি। এবার মুকুল রায়ের হাত ধরে ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলো প্রাক্তন ও বর্তমান পঞ্চায়েত সদস্য সহ বহু তৃণমূল নেতা কর্মী।মেদিনীপুরের দাঁতন এলাকার একটি সভায়  প্রায় শতাধিক তৃণমূল কর্মী ছাড়াও, নেতা, প্রাক্তন ও বর্তমান পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেন এবং এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।এদিন সভায় উপস্থিত ছিলেন সর্বশ্রী বিশ্বপ্রিয়া রায়চৌধুরী, বিজয় বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি ও অন্নান্ন নেতৃবৃন্দ। মুকুল রায়ের দল বদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসে একের পর এক ধাক্কা হানছে বিজেপি। “তৃণমূল কংগ্রেসে দুর্নীতিবাজ লোকেদের ভরে গিয়েছে৷ স্বজনপোষণ ছাড়া কোন কাজ হয় না৷ বিভিন্ন প্রকল্প থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে৷ এই সব কিছু দেখে বীতশ্রদ্ধ হয়ে দল ছাড়লাম৷ এখন আমাদের নেতা মুকুল রায় ও দিলীপ ঘোষ৷ তাদের প্রতি আস্থা রেখেই বিজেপিতে এসেছি৷” এমনটাই জানিয়েছেন সদ্য দলবদলকারী এক পঞ্চায়েত সদস্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!