এখন পড়ছেন
হোম > রাজ্য > লোকসভা ভোটের দামামা কি বেজেই গেল? অর্থ দপ্তরের নির্দেশিকা ঘিরে নতুন করে জল্পনা

লোকসভা ভোটের দামামা কি বেজেই গেল? অর্থ দপ্তরের নির্দেশিকা ঘিরে নতুন করে জল্পনা

অর্থ দপ্তরের বাজেট পেশ করার ব্যস্ততা সাফ বুঝিয়ে দিচ্ছে লোকসভা ভোটের আর বেশি দেরি নেই। বছর ঘুরতেই এপ্রিল-মে নাগাদ ভোট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ নভেম্বরের মধ্যে বাজেট সংক্রান্ত তথ্য সম্বলিত হিসাব নিকাশ পেশ করার নির্দেশিকা জারি হয়েছে। দপ্তরগুলোর পাঠানো এই হিসাব পেশের পরই বাজেট তৈরির কাজ শুরু করবে অর্থ দপ্তর।

আগামী আর্থিক বছরে (২০১৯-২০) বাজেট প্রস্তাব চলতি ১৮-১৯ আর্থিক বছরের শেষে ত্রৈমাসিকে পেশ করা হবে। অর্থাৎ আগামী জানুয়ারী থেকে মার্চ মাসের মধ্যে বাজেট পেশ করা হবে বিধানসভায়। তারপর পয়লা এপ্রিল থেকে নতুন আর্থিক বছরে এই বাজেট কার্যকর হবে। এমনটাই জানা গিয়েছে অর্থদপ্তর সূত্রে।

সংশোধিত বাজেট প্রস্তাবের জন্যে হিসাব নিকাশ কীভাবে করতে হবে,তা বিস্তারে দপ্তরগুলোকে জানিয়ে দিয়েছে অর্থদপ্তর। চলতি আর্থিক বছরে বাড়তি অর্থের প্রয়োজন আছে কিনা,বরাদ্দ অর্থ কোন কোন কাজে ব্যবহার করা হচ্ছে, চলতি বছরে নতুন কোনো প্রকল্প চালু করার পরিকল্পনা আছে কিনা প্রভৃতি বিস্তারিতভাবে দপ্তরগুলোর কাছে জানতে চাওয়া হবে। এবং বরাদ্দ অর্থ বাড়ানোর আবেদন করলে,কেন বাড়তি অর্থ লাগবে সেটাই স্পষ্টভাবে অর্থ দপ্তরকে জানানোর নির্দেশিকা রয়েছে।

এমনকি বাজেট সংক্রান্ত প্রস্তাব অনলাইনে কীভাবে পেশ করতে হবে সেটাও জানিয়ে দিয়েছে অর্থদপ্তর। সেজন্য অর্থদপ্তরের ইন্ট্রিগেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (আইএফএমএস)-এ বাজেটের তৈরি করা হয়েছে নতুন মডিউল সেন্ট্রালাইজড বাজেট মনিটরিং সিস্টেম (সিবিএমএস) তৈরি করেছে অর্থ দপ্তর।

আগে ফেব্রুয়ারি মাসের একেবারে শেষের দিকে কেন্দ্র এবং রাজ্যে বাজেট পেশ করা হতো। গত বছর তা এগিয়ে রাজ্যে ৩১ জানুয়ারি করা হয়েছিল। এবার আরো এগিয়ে জানুয়ারি মাসেই বাজেট পেশের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে নবান্ন সূত্রে।

ফলত স্বাভাবিকভাবেই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনও কিছুটা এগিয়ে আনতে হবে। তার আগে সম্পন্ন হবে বিধানসভার শীতকালীন অধিবেশন। বাজেট পেশের সময়কাল এগিয়ে আসাকে ঘিরে লোকসভা ভোট এগিয়ে আসারও প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। যদি এপ্রিল-মে নাগাদ ভোট হয় তাহলে ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চ মাসের শুরুতেই ঘোষণা হয়ে যেতে পারে ভোটের। তাই তার আগেই বাজেট পেশ নিয়ে সমস্ত জটিলতা এড়াতেই আগেভাগেই কাজটি মেটাতে চাইছে অর্থ দপ্তর।

লোকসভা ভোটের পর নতুন সরকার এসে পূর্নাঙ্গ বাজের পেশ করবে জুন-জুলাই মাস নাগাদ। রাজ্য বাজেটে আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে জনস্বাস্থ্যমুখী প্রকল্পের ঘোষণাও হতে পারে। গত বাজেটেই রূপশ্রী প্রকল্প চালু হয়েছিলো মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা দিতে। এই ধরনের জনমুখী প্রকল্প চালু করতে গেলে অর্থও একটা বড় ফ্যাক্টর।

দপ্তরগুলোর সঙ্গে খরচের হিসাব নিকাশ বুঝেই তবে এসব প্রকল্প চালু করা সম্ভব হবে। আর এসব প্রকল্প চালু করার সূত্রেই শাসকদলের ভাবমূর্তি রাজ্যের কাছে আরো নিষ্কলুষভাবে উঠে আসবে তাতে সন্দেহ নেই কোনো। যেটি ভোটাব্যাঙ্কে জোয়ার আনতে ইতিবাচক ভূমিকা নেবে। তাই আর্থিক বাজেট পেশের প্রেক্ষিতেই প্রকল্প শুরুর বিজ্ঞপ্তি জারি করা প্রয়োজন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এবার লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে তারপর নতুন কোনো প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করা যায় না। তাই আর্থিক বাজেট পেশ নিয়ে চূড়ান্ত ব্যস্ততা রয়েছে এই মুহূর্তে প্রশাসনে যা সাফ ইঙ্গিত দিচ্ছে লোকসভা ভোটের দামামা বাজার দিনক্ষণ এগিয়েই এসেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!