এখন পড়ছেন
হোম > জাতীয় > গুজরাট জয়ের প্রধান ‘কারিগর’ কে? কি বলছে বিজেপি?

গুজরাট জয়ের প্রধান ‘কারিগর’ কে? কি বলছে বিজেপি?

গুজরাতের বিভিন্ন এলাকায় আবার উড়তে দেখা গেল বিজেপির বিজয় পতাকা। সকাল থেকে মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ভালো লড়াই করলেও বেলা বাড়ার সাথে সাথেই কংগ্রেসকে বহু যোজন দূরে ফেলে গুজরাতের বিভিন্ন এলাকায় অমিত শাহর বিজেপি ধীরে ধীরে জয়লাভ করতে থাকে।
এই জয়ের প্রধান ‘অবদান’ হিসেবে গুজরাটের বিভিন্ন নেতারা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের কথায় প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই গুজরাটের মানুষের কাছে অসম্ভব জনপ্রিয় ছিলেন তিনি, এখনো ঠিক ততটাই জনপ্রিয়তা ধরে রেখেছেন। আর ঠিক সেই জন্যেই কংগ্রেস এবং অন্যান্য দল মিলেও তার জনপ্রিয়তাকে কোন অংশে কমাতে পারেনি। এই জন্যেই আজ বিজেপির এই সফলতা। গুজরাতের মতন এমন বাণিজ্যকেন্দ্র রাজ্যকে নিজের দখলে পেয়ে বিজেপি যতটা খুশি ঠিক ততটাই খুশি সেখানে সাধারণ মানুষ বলে দাবি বিজেপি শীর্ষ নেতৃত্ত্বের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!