এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের আগে বেলডাঙ্গায় শাসকদলের বড় জয়, তীব্র অস্বস্তিতে কংগ্রেস

পঞ্চায়েতের আগে বেলডাঙ্গায় শাসকদলের বড় জয়, তীব্র অস্বস্তিতে কংগ্রেস

বেলডাঙ্গা বিধানসভা দীর্ঘদিন ধরেই কংগ্রেসের গড়। আর সেই বেলডাঙ্গার কংগ্রেস বিধায়ক সফিউজ্জামানের বাড়ি দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে বিপুল জয় পেল শাসকদল তৃণমূল কংগ্রেস। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে মোট পাঁচটি আসন ছিল, পাঁচটিতেই প্রার্থী দেয় তৃণমূল কংগ্রেস। কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করে ৩ টি আসনে। তাই নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ টি আসনে জয়ী হয় শাসকদল। এরপর ব্যালট বাক্স খুললে দেখা যায় তিনি কংগ্রেস প্রার্থীর কেউ একটাও ভোট পান নি।
আর এই খবর সামনে আসতেই তুমুল উচ্ছ্বাসে ফেটে পরে শাসকদলের স্থানীয় নেতৃত্ত্ব। তাঁদের দাবি, এখানে পঞ্চায়েত ভোটেও কংগ্রেসের এমন দশা হবে। শুরু হয়ে যায় এলাকায় মিষ্টি বিলি, সঙ্গে দাবি, এই নির্বাচন থেকেই প্রমাণ হল মানুষ তৃণমূলের সঙ্গে আছে। অন্যদিকে খোদ বিধায়কের বাড়ির এলাকায় নির্বাচনে এরকম একটিও ভোট না পেয়ে কংগ্রেসের ভরাডুবি হওয়ায় স্থানীয় রাজনীতিতে বেশ শোরগোল পরে গেছে। এমনকি কংগ্রেস সব আসনে প্রার্থীও দিতে পারেনি, যা সব থেকে অবাক করার মত খবর। যদিও বিধায়ক সফিউজ্জামান নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ওখানে ইলেকশন নয়, সিলেকশন হয়েছে। তা নিয়ে মাথা ঘামাচ্ছি না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!