এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূল নেতা-কর্মীর মারে চোখ হারাতে হল বিজেপি কর্মীকে বলে অভিযোগ

তৃণমূল নেতা-কর্মীর মারে চোখ হারাতে হল বিজেপি কর্মীকে বলে অভিযোগ

বাঁকুড়ার পিরু সিংহ সর্দার এক সময়ে তৃণমূল করতেন, সম্প্রতি তিনি বিজেপি করতে শুরু করেছেন। অভিযোগ, তাতেই এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত কৃষ্ণপদ গোপ ও তাঁর ভাই কামদেব গোপেরা চটে উঠেছেন। পিরুবাবুর পরিবারের অভিযোগ, গত ১৮ নভেম্বর পিরুবাবু বাড়িতে একা থাকাকালীন তাঁর উপরে ওই দুই ভাই চড়াও হয়ে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রেখে যান। পিরুবাবুর ছেলের অভিযোগ, চিকিৎসকেরা অনেক চেষ্টা করেছিলেন বাবার বাঁ চোখটা বাঁচানোর, তাঁরা জানিয়েছেন মারধরে চোখটা এতই চোট পেয়েছে যে একেবারে নষ্ট হয়ে গিয়েছে। বাবার মাথা, মুখে গুরুতর আঘাত রয়েছে, ধীরে কথা বলছেন।
পিরুবাবুর পরিবাবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ আরও কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ বলে জানিয়েছেন তাঁরা। অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি কৃষ্ণপদ গোপ পলাতক, তবে অপর অভিযুক্ত কামদেব গোপকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। যদিও তৃণমূলের স্থানীয় নেতাদের বক্তব্য, প্রাথমিক ভাবে জানা গেছে এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, কোনও গ্রাম্য বিবাদ থেকে ওই গোলমাল হয়ে থাকতে পারে, পুলিশ তদন্ত করছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!