ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের চালে তীব্র অস্বস্তিতে পূর্বতন বাম-মন্ত্রীরা জাতীয় বিশেষ খবর April 30, 2018 ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদে বসেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে ইতিমধ্যেই খবরের শিরোনামে বিপ্লব কুমার দেব। আর এবার তাঁর নতুন পদক্ষেপে পূর্বতন বাম-মন্ত্রীদের তীব্র সমস্যায় ফেলে আবার খবরের শিরোনামে তিনি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চিটফাণ্ড নিয়ে ত্রিপুরায় হওয়া ৭৪ টি মামলাই বিশেষ তদন্তকারী দলের হাত থেকে নিয়ে তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে, যারমধ্যে ইতিমধ্যেই সিবিআই ১১ টি মামলা গ্রহণে রাজি হয়েছে। এই মামলাগুলোর মধ্যে অন্যতম হল – রোজভ্যালি, রেসপন্স গ্রুপ, বেসিল ইন্টারন্যাশনাল, আইকোর এবং ওয়ারিস গ্রুপ অফ কোম্পানিস-এর মামলা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাঁর আশা, বাকি ৬৩ টি মামলাও সিবিআই দ্রুত গ্রহণ করবে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে প্রসঙ্গত, ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রতিশ্রুতিতে চিটফান্ড সংক্রান্ত মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা বলেছিল বিজেপি-আইপিএফটি জোট। ক্ষমতায় আসার পর, ত্রিপুরাকে দুর্নীতি মুক্ত এবং নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দাবি, সেই উদ্দেশ্যেই এটি একপ্রকার প্রথম পদক্ষেপ। যদিও ত্রিপুরা বামফ্রন্টের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশেই সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। আপনার মতামত জানান -