এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় ধাক্কা জোটের শুরুতে,কংগ্রেসের সাথে থাকছেন না জানালেন নেত্রী

বড় ধাক্কা জোটের শুরুতে,কংগ্রেসের সাথে থাকছেন না জানালেন নেত্রী


লোকসভা ভোটের আগেই বিজেপি বিরোধী জোটের ফাটল প্রকাশ্যে এল। একলা চলার নীতি নিলেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। জানিয়ে দিলেন আসন্ন মধ্যপ্রদেশ বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে থাকছে না বিএসপি। ২৩০ টি আসনে একাই লড়বেন তিনি। এই খবর প্রকাশ্যে আসায় স্বাভাবিক ভাবেই নড়েচড়ে বসেছেন বিজেপির বাঘা বাঘা নেতৃত্বরা। কিছুদিন আগেও রাহুল গান্ধী খোদ বৈঠক করেছিলেন এসপি এবং বিএসেপি নেতৃত্বদের সঙ্গে। সেখানেই বিজেপবিরোধী জোট গঠনে কংগ্রেসের পাশে তাঁরা থাকবেন এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমনটাই জানা গেছিলো কংগ্রেস তরফের খবরের সূত্রে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তবে এ তথ্য সম্পূর্ণই ভিত্তিহীন বলে দাবী করেছেন বিএসপি শীর্ষনেতৃত্বরা। নেত্রী জানালেন যে, কংগ্রেসের সঙ্গে জোট গঠন নিয়ে নাকি কোনো আলোচনাই হয়নি। একথা বলে ভবিষ্যতে জোটগঠনের সম্ভাবনাকেও নাকচ করে দিলেন তিনি একরকম। নেত্রী কথাটি সমর্থন করলেন বিএসপি তরফের নর্মদা প্রসাদ আহিরওয়ার। তিনি জানান যে, আপাতত বিএসপি নাকি ২৩০ টি আসনে একাই লড়বেন। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে উপরিমহল থেকে।

বিএসপির এই সিদ্ধান্ত নষ্ট করে দিলো মধ্যপ্রদেশের বিধানসভা ভোটের মরশুমে বিজেপি বিরোধী জোট গঠনের সম্ভবনাকে। এটি লোকসভা ভোটের আগে কংগ্রেস কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশ। তবে হঠাৎ কেন কেন এই সিদ্ধান্ত নিল বিএসপি তা নিয়ে রাজনৈতিকমহলে গুঞ্জন নেহাত কম হচ্ছে না। তবে জানা গেছে যে গোয়ালিয়র -চম্বল এলাকার আসন নিয়ে নাকি মতবিরোধ তুঙ্গে উঠেছিলো কংগ্রেস নেতৃত্বের সঙ্গে। ওই এলাকার কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্যের দাপট প্রবল। আর এখন বিএসপিও ওই একই এলাকায় জাকিয়ে বসেছে। ফলত কেউ কাউকে এক চুল যায়গাও ছাড়তে নারাজ।

উল্লেখ্য, রাজনৈতিক সূত্রের খবর থেকে আরো জানা গেছে যে চলতি বছরের শেষের দিকেই হতে চলেছে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন। আগের বিধানসভা ভোটে(২০১৩ সাল) কংগ্রেস ও বিএসপি পেয়েছিলো ৩৬.৩৮% এবং ৬.২৯% ভোট। সেখানে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলো ৪৪.৮৮% ভোটের জোরে। ফলত বিজেপি জিতেছিলো ১৬৫ টি ভোট এবং কংগ্রেস ও বিএসপি ক্রমান্নয়ে পেয়েছিলো ৫৮ টি ও ৪ টি আসন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!