এখন পড়ছেন
হোম > জাতীয় > ফেডারেল ফ্রন্টে বড় ধাক্কা – কংগ্রেসের সঙ্গে জোট হলে আত্মহত্যার হুমকি শীর্ষনেতার

ফেডারেল ফ্রন্টে বড় ধাক্কা – কংগ্রেসের সঙ্গে জোট হলে আত্মহত্যার হুমকি শীর্ষনেতার

২০১৯ এ বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে ফেডারেল ফ্রন্টের ডাক দিয়েছে আঞ্চলিক দলগুলি। এই সেই মতো কর্নাটকে গিডিয়াস – কংগ্রেস জোট বাঁধার পর মিলেছে সাফল্য। ওদিকে সেই জোটের ঘায়ে একের পর এক উপনির্বাচনে পরাস্ত হচ্ছে বিজেপি। আর এই জোট নীতি বজায় রেখেই বিজেপিকে গদিচ্যুত করার দিকে যখন এগোচ্ছে দলগুলি তখনই বড় ধাক্কা খেলো ফ্রেডারেল ফ্রণ্ট। এক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হলো তেলেগু দেশ পার্টি। দলেরই এক নেতা তথা তেলেঙ্গানা রাজ্যের উপমুখ্যমন্ত্রী কে ই কৃষ্ণমূর্তি এদিন জানালেন কোনওভাবেই কংগ্রেসের সঙ্গে জোট তিনি মেনে নিতে রাজি নন। সেইরকম যদি কিছু হয় তাহলে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন। আগামী বছর লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু কংগ্রেসের সাথে জোট করার ক্ষেত্রে নানা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। কিন্তু দলের এক অভিজ্ঞ নেতার এহেন ঘোষণা দলের ভবিষ্যতে কী প্রভাব ফেলে সেই দিকে তাকিয়ে এখন গোটা দেশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!