এখন পড়ছেন
হোম > রাজ্য > ক্ষুর-হকিস্টিক নিয়ে সিভিক ভলান্টিয়ারদের উপর আক্রমন টোটোচালকদের

ক্ষুর-হকিস্টিক নিয়ে সিভিক ভলান্টিয়ারদের উপর আক্রমন টোটোচালকদের


গলি থেকে রাজপথ সর্বত্রই অবাধ বিচরণ টোটোর। জেলা শহর হোকই বা মফস্বলঃ দৈনন্দিনের যানজটের মধ্যে সকল যানবাহন পথে আটকে থাকলেও টোটোগুলি কোনো না কোনো উপায়ে নিজেদের চলার রাস্তা খুঁজে নেয়। টোটোচালককে কারোরই কিছু বলার উপায় নেই। এমনই তাঁদের মেজাজ সবসময়েই সপ্তমে চড়ে থাকে। এদিন বর্ধমান জেলার মানুষ এইরকমই একটি ঘটনার সাক্ষী হয়ে থাকলো। বর্ধমান পুরসভার সামনে কর্মরত ২ জন অস্থায়ী নিরাপত্তারক্ষী বা গ্রিন ভলানটিয়ার। টোটো সরাতে বলায় একদল চালক ক্ষুর, হকিস্টিক নিয়ে তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই ঘটনায় গুরুতর জখম দুই টোটোচালককে চিকিৎসার প্রয়োজনে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এদিনের ঘটনায় মূল অভিযুক্ত পালিয়ে গেলেও অভিযুক্ত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যাচ্ছে এদিন সকালে  বর্ধমান শহরে পুরসভার অফিসের সামনে ডিউটি করছিলেন দু’জন গ্রিন ভলানটিয়ার। ঐ সময়েই পুরভরনের সামনে কতগুলি টোটো ও দাঁড়িয়ে ছিলো। যাতায়াতের পথে টোটো রাখার ফলে স্বভাবতই সমস্যার মধ্যে পড়তে হচ্ছিলো পুরসভার আগত সাধারণ মানুষজনকে । ওই দুই গ্রিন ভলানটিয়ার টোটোচালকদের সরে যেতে বলেন। বেশ কয়েকটি টোটো সরে গেলেও একটি টোটো কিছুতেই সরছিল না বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, একসময়ে বিরক্ত হয়ে ওই টোটোর চাকার হাওয়া খুলে দেন পুরসভার দু’জন অস্থায়ী নিরাপত্তারক্ষী। সেই মুসূর্তে ঐ টোটো চালক এলাকা ছেড়ে চলে গেলেও অল্প সময়ের মধ্যেই বেশ কিছু লোকজন সহ আবার বর্ধমান পুরসভার সামনে হাজির হন । জানা যাচ্ছে সেইসময়ে আগত সকলের হাতে ছিল লাঠি, হকিস্টিক, এমনকী ক্ষুরও। এইসময়েই পুরসভার দুই অস্থায়ী নিরাপত্তারক্ষীর উপর সকলে মিলে হামলা করে। লাঠি ও হকিস্টিক দিয়ে  এলোপাথারি মারধর চলতে থাকে। অভিযো উঠেছে একজন নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে ক্ষুরও চালিয়ে দেওয়া হয়। এদিনের ঘটনায় বর্ধমান পুরসভার চেয়ারম্যান স্বরূপ দত্ত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তুলেছেন । অন্যদিকে র্ধমানের ওসি(ট্রাফিক) চিন্ময় বন্দ্যোপাধ্যায় জানালেন পুলিশ বেআইনি টোটো চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!