এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রনব কন্যা শর্মিষ্টা পর এবার পুত্র অভিজিতের বিজেপি-যোগ নিয়ে তীব্র জল্পনা

প্রনব কন্যা শর্মিষ্টা পর এবার পুত্র অভিজিতের বিজেপি-যোগ নিয়ে তীব্র জল্পনা


সম্প্রতি নাগপুরে আরএসএসের সভায় আমন্ত্রন পেয়ে কংগ্রেস নেতা প্রনব মুখোপাধ্যায়কে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল কংগ্রেসের অন্দরে।আরএসএসের সভায় যাওয়ার ব্যাপারে সম্মতি প্রকাশ করায় মেয়ে শর্মিষ্টা মুখোপাধ্যায় ট্যুইটে বাবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দাগেন। এরপরই কংগ্রেসের অন্দরমহলে তীব্র জল্পনা শুরু হয় যে,মেয়ে শর্মিষ্টা প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায় এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দাগলেও ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এ বিষয় নিয়ে নীরব কেন!

প্রদেশ কংগ্রেস সূত্রে খবর,অভিজিৎ মুখার্জী শুধু প্রনব মুখোপাধ্যায়ের পুত্রই নন,তিনি কংগ্রেসেরও সাংসদ।তাই একজন দলীয় সাংসদ হিসাবে তাঁর এব্যাপারে মুখ খোলা উচিত। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি এনিয়ে বলেন,”প্রনববাবু যে আরএসএসের সভায় গিয়ে ঠিক কাজ করেননি,তা পুত্র অভিজিতের বোঝা উচিত।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এনিয়ে মুখ খুলেছেন  বিধানসভার কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নানও।এব্যাপারে তিনি বলেন,”কে কোথায় যাবেন,সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।আমি আরএসএসের এর মতাদর্শকে ব্যক্তিগত ভাবে ঘনা করি।তাই,তাদের অনুষ্টান নিয়ে আমার কোনও উৎসাহ নেই।সূত্রে খবর,প্রনব পুত্র অভিজিৎ এই ব্যাপারে নীরব থাকা নিয়ে এই প্রবীন কংগ্রেস নেতাও প্রশ্ন তুলেছেন। সূত্রে খবর,দলের প্রত্যেকেই এনিয়ে চরম ক্ষুদ্ধ প্রনব মুখোপাধ্যায়ের ওপরে।এমনকী ছেলে অভিজিৎ মুখার্জী পিতার আরএসএস এর অনুষ্টানে যাওয়া নিয়ে কেন নীরব!তা নিয়ে এই সাংসদ অভিজিৎ কে খোচা দিতে ছাড়েননি কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্রও।

এদিকে অনেকে কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের এ ব্যাপারে নীরব থাকা নিয়ে বিজেপিতে যাওয়ারই সম্ভাবনা দেখছেন ।তবে জনপ্রিয়তা যে এই কংগ্রেস সাংসদের নেই তাও শোনা গেছে রাজ্যের কংগ্রেস নেতাদের গলায়।তাদের মতে,ব্যাক্তিগত ক্যারিশ্মা নিয়ে ভোটে জেতার ক্ষমতা নেই অভিজিতের।ওর মতো প্রার্থী যে কোনো দলেরই বোঝা। রাজনৈতিক মহলের মতে,সব পরিস্কার হবে 7জুন প্রনব মুখোপাধ্যায়ের আরএসএসের অনুষ্টানে বক্তব্য দেওয়ার পরই।যার অপেক্ষায় রয়েছেন সকলে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!