এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > বিহারে নির্বাচন, বাংলায় বাড়তে পারে দুষ্কৃতী দৌরাত্ম! কড়া হাতে দমনের ভাবনায় রাজ্য পুলিশ

বিহারে নির্বাচন, বাংলায় বাড়তে পারে দুষ্কৃতী দৌরাত্ম! কড়া হাতে দমনের ভাবনায় রাজ্য পুলিশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বিহারে চলছে বিধানসভা নির্বাচন। গত ২৮ সে অক্টোবর বিহারের প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। আগামীকাল অর্থাৎ ৩ রা নভেম্বর এরপর ৭ ই নভেম্বর রয়েছে দ্বিতীয় ও তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব। ভোটের ফল প্রকাশ হবে আগামী ১০ ই নভেম্বর। বিহারের বিধানসভা নির্বাচনের সময়ে যাতে এ রাজ্যে দুস্কৃতির দৌরাত্ব না বাড়তে পারে, সে জন্য বিশেষ ব্যবস্থা নিল রাজ্য পুলিশ। মালদহ জেলার চাঁচল মহকুমার বিহার সীমান্ত সংলগ্ন এলাকায় ব্যাপক নজরদারি চালাচ্ছে পুলিশ। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্বাচনের শেষ দিন পর্যন্ত কড়া নজরদারি চালানো হবে।

প্রসঙ্গত ভোটের সময় বিহারে মদের পাচার ও অস্ত্র পাচারের একটা সম্ভাবনা আছে। নির্বাচনের অবৈধ মদ ও অস্ত্রর কারবার ব্যাপকহারে বৃদ্ধি পায়। সেই সুযোগে অতি সক্রিয় হয়ে ওঠে অবৈধ মদ ও অস্ত্র পাচারকারীরা। চরা দামে এগুলি পাচার করে বিরাট মুনাফা লাভ করে তারা। একারণেই, বিশেষ সাবধানতা অবলম্বন করেছে বাংলা ও বিহার পুলিশ। চলছে যৌথ নজরদারি। পশ্চিমবঙ্গের দুষ্কৃতীরা যাতে বিহারে নাশকতা চালাতে না পারে সে ব্যাপারে বিহার পুলিশকে সতর্ক করছে বাংলা পুলিশ। আবার বিহারের দুষ্কৃতী যাতে এখানে এসে আশ্রয় না নিতে পারে, সেবিষয়ে বাংলার পুলিশকে সাহায্য করছে বিহার
পুলিশ।

প্রসঙ্গত, মালদহ জেলার চাঁচল মহকুমার চাঁচল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া বিহার সীমানা সংলগ্ন। এরমধ্যে হরিশ্চন্দ্রপুরে রয়েছে সবচেয়ে বেশি বিহার সীমানা। আবার এই অঞ্চলগুলিতে রেল ও সড়ক যোগাযোগ ভালো থাকায় অপরাধীরা এই সুযোগে নানারকম অপরাধমূলক কাজকর্ম ইতিপূর্বে চালিয়েছে স্থানগুলোতে। যা নির্বাচনের সময়ে বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এ কারণেই অধিক সর্তকতা অবলম্বন করা হয়েছে। বিহার সীমানা সংলগ্ন এলাকায় শুরু হয়েছে নাকা চেকিং। সমস্ত এলাকার পুলিশের যৌথ বাহিনী ঘুরে বেড়াচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে গত সোমবার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদায় বিহার সীমানা সংলগ্ন অঞ্চল থেকে দুজন মদ পাচারকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রের খবর, বিহার সীমান্ত সংলগ্ন এলাকায় নাকা চেকিং করার সময় এই দুই পাচারকারি পুলিশের কাছে ধরা পড়েছে। এরা দু’জনই হরিশ্চন্দ্রপুর থেকে মদ নিয়ে বিহারে যাচ্ছিল। এরা বিহারের বারসই এলাকার বাসিন্দা। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানালেন যে, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার অনেকটা বিহার সীমান্ত জুড়ে রয়েছে। তাই বিহারের নির্বাচন উপলক্ষে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। যৌথবাহিনীর সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকায় জোরদার অভিযান করা হয়েছে।

অন্যদিকে এ প্রসঙ্গে চাঁচলের এসডিপিও সজলকান্তি বিশ্বাস জানালেন যে, চাঁচল মহকুমার তিনটি থানার এলাকা বিহার সীমান্তের সঙ্গে যুক্ত। তাই বিহারের বিধানসভা নির্বাচনের ঘোষণা শুরু হতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাকা চেকিং চলছে নিয়মিত। মদ ও অস্ত্রর কারবার রুখতে সচেষ্ট পুলিসের যৌথ বাহিনী। এভাবেই, বিহারের নির্বাচনকালে যাতে কোনরকম অপরাধ ও নাশকতা দুষ্কৃতীরা চালাতে না পারে সে জন্যে কড়া পদক্ষেপ নিল দুই রাজ্যের পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!