এখন পড়ছেন
হোম > রাজ্য > বিরোধীদের দাবি ‘মিথ্যা প্রমানে’ বাম-প্রার্থীদের মনোনয়নে সাহায্য করছেন তৃণমূল বিধায়ক স্বয়ং

বিরোধীদের দাবি ‘মিথ্যা প্রমানে’ বাম-প্রার্থীদের মনোনয়নে সাহায্য করছেন তৃণমূল বিধায়ক স্বয়ং

রাজ্যের সর্বত্রই পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষাপটে যখন হিংসার নজির দেখা যাচ্ছে তখন একই বাতাবরণে ভিন্নতা স্বাদ দিলো তৃণমূল বিধায়ক নেপাল ঘোড়ুই।সর্বত্রই অভিযোগ উঠছে শাসকদল মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিচ্ছে কিন্তু পূর্ব বর্ধমানের রায়নাতে তৃণমূল বিধায়ক্ নেপাল বাবু বামপ্রার্থীকে শুধু মনোনয়ন পেশে সাহায্যই করলেন না কাজ হওয়ার পর মিষ্টিমুখও করালেন।এ এক অসামাণ্য উদাহরণ সম্প্রীতির বিরোধীদের অভিযোগের মাটিতে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সিপিএম দের দাবী,শুক্রবার নতুনগ্রাম থেকে মিছিল করে রায়না ১ নম্বর ব্লকের বিডিও অফিসে যখন মনোনয়ন পেশ করতে যাচ্ছিলেন ৩৭ জন বামপ্রার্থী তখন তাদের বাধা দেন শাসকদল।সিপিএম জেলা সম্পাদক অমল হালদারের দাবি,”ওরা বোমা নিয়ে দাঁড়িয়েছিল।আমরা প্রতিরোধের জন্য প্রস্তুত ছিলাম আর তাতেই ওরা ভয় পেয়ে গিয়েছে।” উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান এসডিপিও শৌভনিক মুখোপাধ্যায়।জানা গেছে স্থানীয় তৃণমূল বিধায়ক নেপাল ঘোড়ুইও সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছন এবং একপ্রকার বামপ্রার্থীদের উদ্ধার করে একটি ট্রেকারে চাপিয়ে নির্বিঘ্নে বিডিও অফিসে পৌছে দেন। মনোনয়নপত্র পেশ করতেও সাহায্য করেন বলে জানা গেছে। এখানেই শেষ নয় মনোনয়ন পেশের পর মিষ্টিমুখও করান বামপ্রার্থীদের। যদিও পরে তির্যকভাবে তিনি বলেন,তৃণমূল তো বটেই বিরোধীদের মনোনয়ন পেশ করতে সাহায্য করছে প্রশাসন অথচ পঞ্চায়েতের এক-চতুর্থাংশ আসনে প্রার্থীই দিতে পারল না ওরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!