এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পুরভোটের পুরো কথা – আসন্ন পুরভোটে হলদিবাড়ি পুরসভার সব তথ্য একনজরে

পুরভোটের পুরো কথা – আসন্ন পুরভোটে হলদিবাড়ি পুরসভার সব তথ্য একনজরে


আগামী দু-তিন মাসের মধ্যেই পুরো বাংলা জুড়ে ১২ টি পুরসভার নির্বাচন আসন্ন। পঞ্চায়েত নির্বাচনে তুমুল সাফল্য পাওয়ার পর তৃণমূল কংগ্রেস এই ১২ পুরসভাতেও স্বাভাবিকভাবেই ঝড় তুলতে চাইবে। অন্যদিকে পঞ্চায়েতে রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা পাওয়ায় নতুন উদ্যমে পুরভোটেও পদ্ম ফোটানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলবেন গেরুয়া-নেতৃত্ত্ব। আর বামফ্রন্ট ও কংগ্রেসের ভোট যেখানে ক্ষয়িষ্ণু বলে প্রমাণিত সেখানে তাদের কাছে অস্তিত্ত্ব রক্ষার লড়াই। বিশেষ করে যেখানে আগামী নভেম্বর-ডিসেম্বর মাস করেই বেজে যেতে পারে লোকসভা নির্বাচনের দামামা, সেখানে তার ঠিক আগেই এই ১২ পুরভোটের লড়াই জমজমাট হতে বাধ্য। আর তাই আমরা এই ১২ টি পুরসভার প্রতিটির পুঙ্খানুপুঙ্খ তথ্য, বিগত নির্বাচনের পরিপ্রেক্ষিতে অবস্থান, ওপিনিয়ন পোল ও এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরব। এই পর্বে আমরা তুলে এনেছি ৫ বছর আগে কি হয়েছিল পুরভোটের ফল আর কে কে হয়েছিলেন কাউন্সিলর তার বিশদ তালিকা। আজ হলদিবাড়ি পুরসভা, কুচবিহার

২০১৩ সালের শেষ পুরভোটের ফলাফল
মোট আসন – ১১
তৃণমূল কংগ্রেস – ৩
বিজেপি – ০
বামফ্রন্ট – ২
কংগ্রেস – ৬
অন্যান্য – ০

জয়ী কাউন্সিলরদের তালিকা –
ওয়ার্ড ১ – শ্রীমতি সুমি সরকার
ওয়ার্ড ২ – তরুণ দত্ত (চেয়ারম্যান)
ওয়ার্ড ৩ – শ্রীমতি তৃপ্তি রায়
ওয়ার্ড ৪ – নির্মলকুমার রায়
ওয়ার্ড ৫ – আলোক দাস
ওয়ার্ড ৬ – শঙ্করকুমার দাস
ওয়ার্ড ৭ – শ্রীমতি অঞ্জলি বর্মন (সরকার)
ওয়ার্ড ৮ – শ্রীমতি মাধবী দত্ত
ওয়ার্ড ৯ – গৌরাঙ্গ নাগ
ওয়ার্ড ১০ – শ্রীমতি মীরা মিত্র
ওয়ার্ড ১১ – সুব্রত বসু

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!