মুকুল রায় ও লকেট চ্যাটার্জীর হাত ধরে পূর্বস্থলীতে শাসকদলে বড় ভাঙন ধরালো বিজেপি বিশেষ খবর রাজ্য January 19, 2018 গতকাল বর্ধমানের পূর্বস্থলীতে জনসভা করে বিজেপি। বিজেপি শীর্ষনেতাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্য, সায়ন্তন বসু প্রমুখ। গতকালের সভায় পূর্বস্থলী-১ ব্লকের বগপুর পঞ্চায়েতের তৃণমূলের এক সদস্য সহ বিভিন্ন দল থেকে প্রচুর কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিয়েছেন বলে দলের বর্ধমান পূর্ব সাংগঠনিক জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ দাবি করেছেন। এই সভায় যোগ দিয়ে মুকুলবাবু বলেন, এখন বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, প্রশাসনের উপর ভরসা না করে ইটের বদলে পাটকেলে জবাব দিতে প্রস্তুত হোন। সরকার গরিব মানুষকে ধোঁকা দিচ্ছে। মুখ্যমন্ত্রী মুখে সম্প্রীতির কথা বললেও আসলে সম্প্রদায়িক বিভাজন তৈরি করছেন। অন্যদিকে বিজেপির জনসভা ও সেখানে শাসকদলের কর্মীদের যোগ দেওয়া প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়ায় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ জানান, আমাদের দলের কেউ বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেননি। বিজেপি জোর করে কয়েকজনকে টানার চেষ্টা করেছিল। কিন্তু, সেই প্রয়াসে ওরা ব্যর্থ হয়েছে। আপনার মতামত জানান -