‘রাজ্যে সন্ত্রাস চালাচ্ছে, তৃণমূলের আসল চেহারা এবার ফাঁস হবে’ বিশেষ খবর রাজ্য January 19, 2018 রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি নেতা রাহুল সিনহা। কলকাতার এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বিজেপি নেতা জানিয়েছেন, ১. রাজ্যে ক্রমশ শক্তি বাড়াচ্ছে বিজেপি ২. আর তাতেই তৃণমূল কংগ্রেস সর্বত্র বিজেপির ভুত দেখছে ৩. আর তাতে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ৪. সেই কারণেই বিজেপির বাইক মিছিল-নির্বাচনী মিছিলে হামলা হচ্ছে ৫. বিজেপির উপরে হামলা করে তৃণমূল আমাদের রুখতে চাইছে, কিন্তু পারবে না ৬. সিপিএমের কায়দায় তৃণমূল রাজ্যে সন্ত্রাস চালাচ্ছে ৭. খুব শীঘ্রই তৃণমূলের আসল চেহারা জনসমক্ষে বেরিয়ে আসবে যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -