এখন পড়ছেন
হোম > জাতীয় > নোট বাতিলের প্রভাব পড়েছে বেকারত্বে, বড়সড় রিপোর্টে অস্বস্তিতে মোদী সরকার

নোট বাতিলের প্রভাব পড়েছে বেকারত্বে, বড়সড় রিপোর্টে অস্বস্তিতে মোদী সরকার


দেশে কালো টাকা ফিরিয়ে আনার জন্যই নোট বাতিল করা হয়েছে বলে বিভিন্ন সময় কেন্দ্রের মোদি সরকারের তরফে দাবি করা হলে পাল্টা বিরোধীরা সেই নোট বাতিলের জেরে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। এমনকি লোকসভা নির্বাচনের আগে এই ইস্যুটিকেই তুলে ধরে কেন্দ্রের বিরুদ্ধে মাঠে নামতে জোরদার প্রস্তুতি চালাচ্ছে তাঁরা।

আর এবার বিরোধীদের হাতে নতুন করে অস্ত্র তুলে দিয়ে কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে দিল ন্যাশনাল স্যাম্পের প্রিওডিক লেবার ফোর্স সার্ভের রেকর্ড। যে রিপোর্টে দেখা গেছে যে, দেশে নোট বাতিলের পরেই বেকারত্বের হার বিগত 45 বছরের মধ্যে সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা যায় যে, 1972-73 সালের পর 2017-18 তে এই বেকারত্বের হার সব থেকে বেশি ছিল। শতাংশের বিচারে যা 6.1 মাত্রায় দাঁড়িয়েছিল। জানা গেছে, 15 থেকে 19 বছর বয়সী গ্রামের পুরুষদের মধ্যে 2011-12 সালে বেকারত্বের হার যেখানে 5 শতাংশ ছিল, সেখানে 2017-18 তে তা বেড়ে দাঁড়িয়েছে 17.4 শতাংশে।

[content_block id=3910

অন্যদিকে 2011-12 সালে মহিলাদের বেকারত্বের হার যেখানে 4.8 শতাংশ ছিল, সেখানে নোট বাতিলের পর গত 2017-18 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 13.6 শতাংশে। তবে গ্রামের থেকেও শহর এলাকার পুরুষ এবং মহিলাদের মধ্যে বেকারত্বের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। যেখানে পুরুষদের 18.7 শতাংশ এবং মহিলাদের 27.2 শতাংশ বেকারত্ব এই 2017-18 সালে বৃদ্ধি হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার আগের থেকে অনেকটাই বৃদ্ধি হয়েছে। 2004-5 থেকে 2011-12 পর্যন্ত যেখানে গ্রামীণ মহিলাদের বেকারত্বের হার ছিল 9.7 থেকে 15.12 শতাংশ, সেখানে 2017-18 তে তা বেড়ে দাঁড়িয়েছে 17.3 শতাংশে। পাশাপাশি 2004-5 থেকে 2011-12 সালে পুরুষদের মধ্যে যে বেকারত্বের হার ছিল 3.5 থেকে 4.4 শতাংশ, সেখানে 2017-18 তে তা বেড়ে দাঁড়িয়েছে 10.5 শতাংশে।

আর এই রিপোর্ট প্রকাশের পরেই একদিকে কেন্দ্রের মোদি সরকারের প্রবল অস্বস্তি আর অন্যদিকে শাসকের সেই অস্বস্তিকে হাতিয়ার করে লোকসভা নির্বাচনের আগে যে বিরোধীরা নিজেদের রাজনৈতিক অস্ত্রে শান দেবে সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!