এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিতে যোগ দিতেই তোলাবাজির অভিযোগ হেভিওয়েট বিধায়কের বিরুদ্ধে, জেনে নিন

বিজেপিতে যোগ দিতেই তোলাবাজির অভিযোগ হেভিওয়েট বিধায়কের বিরুদ্ধে, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলে থাকার সময় তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে দেখা গিয়েছিল। তবে কিছুদিন আগেই তিনি যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। আশা করা হয়েছিল, এরপর হয়ত বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে নিয়ে সমস্ত রকম বিতর্ক বন্ধ হয়ে যাবে। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পরেও এবার বড়সড় অস্বস্তির মুখে পড়লেন এই বিধায়ক। যেখানে তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠল তার বিরুদ্ধে। এমনকি এই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে হাওড়া জেলা বিজেপির সভাপতি এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে।

জানা গেছে, বিরোধী দলের কোনো নেতা কর্মী নন। বরঞ্চ বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে এই অভিযোগ তুলে বিজেপির বালি অঞ্চলের এক মন্ডল সভাপতি দলীয় নেতৃত্বকে চিঠি দিয়েছেন। স্বাভাবিক ভাবেই বিজেপিতে যোগ দেওয়ার পরেও যে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেলেন এই বিধায়ক, তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত উল্লেখ্য, সেই চিঠিতে অভিযোগ করা হয়েছে যে, গত এক বছর ধরে নিজের বিধানসভা এলাকায় যাননি বিধায়ক। এমনকি ভয়াবহ দুর্যোগ ও করোনা পরিস্থিতির সময়েও দেখতে পাওয়া যায়নি তাকে।

আর এরপরই এক প্রোমোটারের নাম নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সেই চিঠিতে। আর সবশেষে টিকিটের নিচে লেখা রয়েছে বালি এলাকার বিজেপির মন্ডল সভাপতি রাধা রঞ্জন গোস্বামীর নাম। স্বাভাবিকভাবেই বালির এক সময়কার তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া বিজেপিতে যোগ দেওয়ার পর বিজেপি নেতাকে নিয়ে যথেষ্ট আপত্তি তৈরি হয়েছে, তা কার্যত প্রকাশ্যে চলে এল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এই চিঠির ব্যাপারটি অবশ্য অস্বীকার করেছেন রাধা রঞ্জন গোস্বামী। তার দাবি, কেউ বা কারা তার সই নকল করে এই চিঠি পাঠিয়েছেন। বরঞ্চ এই গোটা বিষয়ে তৃণমূলের দিকে অভিযোগ তুলেছেন সেই বিজেপি নেতা। যদিও বা এই ব্যাপারে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। এদিন এই প্রসঙ্গে যুব তৃনমূলের অন্যতম নেতা কৈলাস মিশ্র বলেন, “দলে থাকার সময় বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছিলাম।তবে এখন আর নতুন করে অভিযোগ করার কিছু নেই। নিজেরাই চিঠি লিখে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে বিজেপি।” তবে যে যাই বলুন না কেন, পরিস্থিতি যে ক্রমশ অস্বস্তির কারণ হয়ে উঠেছে বৈশালী ডালমিয়া এবং বিজেপির কাছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!