এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি যোগ নিয়ে নিজের অবস্থান খোলসা করলেন চিরঞ্জিত, জেনে নিন

বিজেপি যোগ নিয়ে নিজের অবস্থান খোলসা করলেন চিরঞ্জিত, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল থেকে হেভিওয়েট নেতা-নেত্রী থেকে শুরু করে বিশিষ্ট বিদ্বজ্জনেরা এখন বিজেপিতে যোগদান করার ফলে রীতিমত ঘুম উড়তে শুরু করেছে ঘাসফুল শিবিরের। আর এই পরিস্থিতিতে একদিকে তৃণমূল বিধায়ক এবং অন্যদিকে বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে নিয়ে বুধবার দুপুর থেকেই জল্পনা তীব্র হতে শুরু করে। যেখানে চিরঞ্জিত চক্রবর্তী জানিয়ে দেন, তিনি আর রাজনীতিতে থাকবেন না।

আর এই পরিস্থিতিতে তৃণমূল বিধায়ক কি আগামী দিনে বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন, তা নিয়ে ক্রমশ গুঞ্জন তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত অনুগত এই হেভিওয়েট অভিনেতা যদি দলবদল করেন, তাহলে তা যে যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে তৃণমূলের কাছে, তা বলার অপেক্ষা রাখে না। সাময়িকভাবে তিনি রাজনীতি ছাড়ার কথা বললেও, ভবিষ্যতে তিনি তৃণমূল কংগ্রেস যদি ছেড়ে দেন, তাহলে বিজেপিতে যোগদান করতে পারেন বলে কার্যত নিশ্চিত হয়ে পড়ে একপক্ষ। আর এই পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করলেন বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।

জানা গেছে, এদিন তাকে নিয়ে জল্পনার সময় হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে নিজের অবস্থান স্পষ্ট করেন এই তৃণমূল বিধায়ক। যেখানে তিনি জানিয়ে দেন, আগামী বিধানসভা নির্বাচনে যদি তিনি টিকিট না পান, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। পাশাপাশি তার বিজেপি যোগ নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, সেই ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেন এই বিশিষ্ট অভিনেতা।

পরিষ্কার ভাষায় তিনি জানিয়ে দেন, তিনি রাজনীতির লোক নন। তাই দলবদলে বিশ্বাসী নন। বিজেপিতে তিনি কোনোভাবেই যোগদান করবেন না। তৃণমূলে ছিলেন এবং এই দলের সমর্থক হয়েই থাকবেন। তবে টিকিট না পেলে যে তিনি রাজনীতিতে থাকবেন না এবং তার অভিনয় জগতে ফিরে যাবেন, তা জানিয়ে দিয়েছেন চিরঞ্জিতবাবু। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বর্তমানে যারা তৃণমূল কংগ্রেসে থেকে একটু বিরূপ মন্তব্য করছেন, তাদের সঙ্গেই বিজেপি যোগের জল্পনা তৈরি হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে সেই জল্পনা যে এমনি এমনি তৈরি হচ্ছে, এমনটাও নয়। অতীতে বেশ কিছু নেতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পর তারা যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। সেদিক থেকে চিরঞ্জিত চক্রবর্তীর মত সেলিব্রিটি তৃণমূল বিধায়কের এই ধরনের মন্তব্য নিঃসন্দেহে গুঞ্জন তৈরি করে। আর তারপরেই তার বিজেপি যোগ নিয়ে চর্চা শুরু হয়ে যায় রাজ্য রাজনীতিতে।

নানা মহলে প্রশ্ন তৈরি হয়, তাহলে কি এবার তৃণমূলের আরেকটি উইকেট পড়তে চলেছে? বিজেপিতে যোগ দিতে চলেছেন চিরঞ্জিত চক্রবর্তী? আর এই পরিস্থিতিতে তাকে নিয়ে যখন এই ধরনের নানা কথা শুরু হয়েছে, ঠিক তখনই নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন এই তৃণমূল বিধায়ক। যেখানে টিকিট না পেলে তিনি যেমন আগামী দিনে রাজনীতিতে থাকবেন না, ঠিক তেমনই তিনি বিজেপিতে কোনোভাবেই যোগদান করবেন না বলে বুঝিয়ে দিলেন অভিনেতা।

তবে ভবিষ্যত কি হয় তা ভবিষ্যত বলবে। কেননা এর আগেও একাধিক নেতা বিজেপিতে যোগদান করবেন না বলেও পরবর্তীতে গেরুয়া শিবিরের পতাকা নিজেদের হাতে তুলে নিয়েছেন। স্বাভাবিক ভাবেই এখন চিরঞ্জিত চক্রবর্তী এই ধরনের কথা বললেও, ভবিষ্যৎ তার কাছে কিভাবে এসে উপস্থাপিত হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!