এখন পড়ছেন
হোম > অন্যান্য > লকডাউনে বাড়িতে বসে বেড়েছে ডাটা খরচ! জিও-এয়ারটেল-ভোডাফোন নিয়ে এল আকর্ষণীয় সব রিচার্জ

লকডাউনে বাড়িতে বসে বেড়েছে ডাটা খরচ! জিও-এয়ারটেল-ভোডাফোন নিয়ে এল আকর্ষণীয় সব রিচার্জ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ কয়েক মাস ধরে লকডাউন চলতে থাকায় মানুষ গৃহবন্দী। ঠিক কতদিন এভাবে আর থাকতে হবে তা এখনই বলা যাচ্ছে না। অথচ যারা অফিস কাছারি এবং বিভিন্ন সংস্থার কর্মরত তাদের সবাইকেই বাড়িতে বসে অফিসের কাজ করতে হচ্ছে। তাই ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর জন্য বাধ্য হয়ে বেশি পরিমাণে নেট বা ডেটা রিচার্জ করতে হচ্ছে।সেগুলির কথা মাথায় রেখেই বাজারে এসেছে বিভিন্ন টেলিকম সংস্থার আকর্ষণীয় সব রিচার্জ প্ল্যান। চলুন সেই সব প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ব্রডব্যান্ড সার্ভিস-এর চেয়েও মোবাইলে হটস্পট বা জিও, এয়ারটেল, ভোডাফোনের হটস্পট গুলির ব্যবহার এই মুহূর্তে যথেষ্ট বেশি। প্রথমে আসা যাক জিওর কথায়। জিওর ৩৪৯, ৫৯৯ এবং ৯৯৯ টাকার প্ল্যান খুবই আকর্ষণীয়। জিও গ্রাহক যদি ৩৪৯ কিংবা ৯৯৯ টাকা রিচার্জ করেন তবে রোজ পাবেন ৩ জিবি করে ফোর-জি ডাটা। এর পাশাপাশিই ৩৪৯ টাকা রিচার্জে গ্রাহক অন্য নেটওয়ার্কে কথা বলার জন্য ১০০০ মিনিট পর্যন্ত ২৮ দিন রিচার্জ ভ্যালিডিটি পাবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর ৯৯৯ টাকা রিচার্জে ৩০০০ মিনিট একই সুবিধা পাবেন ৮৪ দিনের জন্য। এর পাশাপাশি থাকছে জিও টু জিও আনলিমিটেড কলিং এর সুবিধাও। আর যদি ৫৯৯ টাকা রিচার্জ করা হয় তাহলে প্রতিদিন ২ জিবি করে পাওয়া যাবে এবং এটি ৮৪ দিনের জন্য ভ্যালিড। জিও-র গ্রাহকরা যদি বেশি পরিমাণে ডেটা পেতে চান – তাহলে ৩৪৯, ৫৯৯ এবং ৯৯৯ টাকার রিচার্জগুলি তাদের জন্য খুবই ভাল । জিও-র ৩৪৯ এবং ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে থাকছে প্রতিদিন ৩ জিবি করে ফোর-জি ডেটা ।

এবার আসা যাক এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যান-এ। এখানে ৩৯৮ টাকার প্ল্যানে প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে। সঙ্গে ১০০ এসএমএস ফ্রি, আর আনলিমিটেড কলিংয়ের সুবিধে থাকছেই। এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ২৮ দিন অবধি। এবারে আসা যাক ভোডাফোনের ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান-এ। এই প্ল্যানটির রিচার্জ করা মাত্র প্রতিদিন পাওয়া যাবে ১.৫ জিবি প্লাস ১.৫ জিবি, অর্থাৎ মোট ৩ জিবি ডাটা যা ৫৬ দিনের জন্য ভ্যালিড। এছাড়া আনলিমিটেড কলিং-এর সুবিধা পাওয়া যাচ্ছে এই রিচার্জ-এ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!