এখন পড়ছেন
হোম > অন্যান্য > সুখবর! কবে পাওয়া যাবে করোনার ভ্যাক্সিন জানিয়ে দিল ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি

সুখবর! কবে পাওয়া যাবে করোনার ভ্যাক্সিন জানিয়ে দিল ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি


মানুষ ভার্সেস ভাইরাসের লড়াইতে এই মুহূর্তে মানুষের হাতে কোন অস্ত্র নেই। অর্থাৎ করোনার প্রতিরোধ গড়ে তুলতে গেলে যে প্রতিষেধক ও ওষুধের প্রয়োজন, তা এই মুহূর্তে মানুষের হাত পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে আশার কথা এটাই যে, বিশ্বের বিভিন্ন কোণে তাবড় তাবড় বিজ্ঞানী ও গবেষকরা মারণ ভাইরাস করোনাকে ঠেকাতে দিনরাত এক করে মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিষেধক আবিষ্কার এর। যদিও এখনো পর্যন্ত ইতিবাচক কোনো খবর পাওয়া যায়নি সরাসরি।

তবে বিশ্বজুড়ে যেভাবে করোনা তার দাপট দেখাতে শুরু করেছে, সেখানে ভ্যাকসিন না বেরোলেও এ কথা প্রকাশ্যে এসেছে যে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। এ রকমই একটি গবেষণালব্ধ আশার কথা শোনালো ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। বৃহস্পতিবার এই এজেন্সির তরফ থেকে জানানো হয়েছে, 2021 এর শুরু থেকেই করোনার ভ্যাকসিন আসতে চলেছে বাজারে। সংস্থার ভ্যাকসিন বিভাগের প্রধান মারকো কাভালেরি জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যেই করোনার ভ্যাকসিন তৈরি হয়ে যেতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে হাতে আরো কিছুটা সময় চাইছেন তিনি। অন্যদিকে চীনের একদল গবেষক জানিয়েছেন, চীনা সংস্থা ‘সিনোভ্যাক বায়োটেক’ করোনার ভ্যাক্সিন তৈরি করে ফেলেছে। এই ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে পিকো ভ্যাক। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁদর প্রজাতির শরীরের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করে তারপর করোনার সংক্রমণ করানো হয়। তিন সপ্তাহ পরে দেখা যায়, ওই বাঁদরগুলি করোনায় আক্রান্ত হলেও দ্রুত সেরে উঠতে পারছে। দেখা যায় ভ্যাকসিন প্রয়োগের ফলে শরীরে ইমিউনিটি ক্ষমতা অনেক বেশি বেড়ে গেছে তাঁদের শরীরে।

কিন্তু যারা ভ্যাকসিন নেয়নি তাঁদের শরীর খুব সহজেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়ছে। অন্যদিকে জানা গেছে, চীনের মিলিটারি ইনস্টিটিউটের তৈরি আরও একটি করোনার ভ্যাকসিন পরীক্ষা চলছে মানব শরীরে। বিশ্বের দিকে দিকে যেভাবে করোনার প্রতিষেধক আবিষ্কারে উঠে পড়ে লেগেছেন বিজ্ঞানীরা, তাতে বিশেষজ্ঞদের মতে করোনার প্রতিষেধক আবিষ্কার হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর কিছুদিন পরে হয়তো সত্যিই করোনার প্রতিষেধক হাতে এসে যাবে আমাদের এবং আমরাও খুব তাড়াতাড়ি করোনার এই সর্বগ্রাসীতাকে আটকাতে পারব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!