এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > শহীদ দিবসেই একদা ঘাসফুলের দূর্গে বড়সড় ধাক্কা! প্রায় ৮০০ পরিবারের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ!

শহীদ দিবসেই একদা ঘাসফুলের দূর্গে বড়সড় ধাক্কা! প্রায় ৮০০ পরিবারের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –একদিকে যখন কলকাতার বুকে শাসক দল তৃণমূল একুশে জুলাইকে কেন্দ্র করে আগামী দিনের নির্বাচনের পটভূমি রচনা করছে, ঠিক তখন রাজ্যের অন্যত্র গেরুয়া শিবির তাদের সংবিধানকে আরো শক্তিশালী করে তুলছে। আগামী দিনের রাজনৈতিক যুদ্ধের আবহে আরো একবার গেরুয়া শিবির তৃণমূল দুর্গে আঘাত হানল বলে মনে করা হচ্ছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে ইতিমধ্যে এই রাজ্যের বহু জায়গায় ঘাসফুল শিবিরে ভাঙন ধরানোর কাজ শুরু হয়েছে ভালো মতোই। এবং আগামী দিনে যে এই কাজ আরও জোরদারভাবে করা হবে, সে কথা ইতিমধ্যেই জানানো হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বর পক্ষ থেকে।

এবার নদীয়া জেলাতেও তৃণমূল শিবিরে ভাঙ্গন ধরার ফলে ব্যাপকহারে দলবদল হল গেরুয়া শিবিরে। কিছুদিন ধরেই নদীয়া জেলা জুড়ে ব্যাপকহারে তৃণমূল শিবির থেকে বিজেপিতে যোগদান চলছে বলে দাবি করা হচ্ছে। সূত্রের খবর, গতকালেও রানাঘাটের গাংনাপুর 40 জেড পিতে এলাকার প্রায় আড়াইশো তৃণমূল সিপিএম পরিবার যোগ দেয় গেরুয়া শিবিরে। আর আজকে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের আরংঘাটার পানিখালি বাজার সংলগ্ন এলাকায়প্রায় 786 টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে বলে দাবি করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে এই দলবদল এলাকার সাংসদ জগন্নাথ সরকারের হাত ধরে হয় দলবদল কারিদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ জগন্নাথ সরকার। এদিন সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন তৃণমূল থেকে যারা বিজেপিতে যোগ দিলেন তাঁদের মধ্যে সংখ্যালঘু পরিবার রয়েছে 26 টি। এই 26 টি পরিবারের মধ্যে থেকে 128 জনই আজকে গেরুয়া শিবিরে যোগদান করলেন। তৃণমূল ছেড়ে আসার কারণ হিসেবে এদিন সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন, তৃণমূলের সীমাহীন দুর্নীতি এবং অত্যাচারের কারণে সাধারণ মানুষ তাদের পাশ থেকে সরে গেরুয়া শিবিরে যোগদান করছে।

অন্যদিকে এই বিপুল দলবদল এর কারণে খুব স্বাভাবিক ভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছে গেরুয়া শিবির। তবে বিশেষজ্ঞদের মতে, রাজ্য বিজেপি শিবির কিন্তু এই মুহূর্তে শাসক দল তৃণমূলকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে ক্রমাগত। গেরুয়া শিবির যেভাবে তাদের সংগঠন বাড়িয়ে চলেছে, তা কিন্তু ভবিষ্যতে তৃণমূলকে বিপাকে ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। আপাতত নদীয়া জেলার এই ব্যাপক দলবদল তৃণমূল শিবিরের কপালে যে ভাঁজ ফেলল সে ব্যাপারে কোন সন্দেহ নেই। এবার দেখার এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল শিবির কিভাবে মাত দেয় গেরুয়া শিবিরকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!