এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বামফ্রন্ট-কংগ্রেস জোট নিয়ে এবার মুখ খুললেন মহম্মদ সেলিম

বামফ্রন্ট-কংগ্রেস জোট নিয়ে এবার মুখ খুললেন মহম্মদ সেলিম

আসন্ন সবং বিধানসভা উপনির্বাচন কার্যত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে মর্যাদার লড়াই। আজ বিধানভবনে সবং উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসাবে চিরঞ্জিত ভৌমিকের নাম ঘোষণা করার পাশাপাশি তিনি জানান, সিপিএম বিধানসভা নির্বাচনে এক কথা বলেছিল আর উপনির্বাচনে আর এক কথা বলছে, সিপিএমের এই ভূমিকা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু আমি সিপিএমের নীচুতলার কর্মীদের কাছে অনুরোধ করব তারা যেন কংগ্রেস কর্মীকে সমর্থন করে। আর এর পরিপ্রেক্ষিতেই এবার মুখ খুললেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে তীব্র ভাষায় আক্রমন করে সিপিএম সাংসদ বলেন, অধীরবাবু কংগ্রেসের সভাপতি। ওঁকে বলতে চাই, কংগ্রেসের এক সময়ের প্রধান (মানস ভূঁইয়া) দল ছেড়ে চলে গেছেন। তিনি কোনও সাধারণ নেতা ছিলেন না, কিন্তু তবুও তাঁকে ধরে রাখা ‌যায়নি। অধীরবাবুর দেখা উচিত বাকীরা ‌যেন চলে না ‌যায়, আমি চাইব বর্তমান ‌যিনি সভাপতি আছে তিনি ‌যেন অন্য কোথায় না চলে ‌যান। আমরা সবাই চাই কংগ্রেস গোটা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক। এতে সাধারণ মানুষ উৎসাহিত হবে, আর আমাদের রাজ্যে অন্তত তৃণমূলের হাত থেকে বেঁচে থাকুক কংগ্রেস। আর এখানে সিপিএমের দল ভাঙিয়ে কোনও লাভ নেই, সুবিধে হবে না। আর সেলিম সাহেবের এমন প্রতিক্রিয়া সামনে আসতেই রাজনৈতিক মহলের ধারণা অধীরবাবু যেমন বলেছিলেন সেরকম নীচুতলায় বাম কর্মীদের সঙ্গে কংগ্রেস কর্মীদের জোটের সম্ভাবনা কার্যত বিষ বাঁও জলে চলে গেল, আর তারফলে তৃণমূল কংগ্রেসের সবং উপনির্বাচন এখন কার্যত সময়ের অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!