অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর বিশেষ খবর রাজ্য November 28, 2017 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলেন। বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দীৰ্ঘদিনই এই অস্থায়ীকর্মী ও চুক্তিভিত্তিক কর্মচারীরা রাজ্য সরকারের উপর খুশি ছিলেন না বলে অভিযোগ। এবার তাঁদের সব দাবি দাওয়া না মেটাতে পারলেও, বেশ কিছু বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এককালীন ভাতার পরিমাণ দেড় লক্ষ থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করার ঘোষণা করল রাজ্য সরকার। এছাড়া চাকরিকালীন অবস্থায় কোনো অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীর মৃত্যু হলেও তাঁর পরিবারের হাতে ওই দুলক্ষ টাকা তুলে দেওয়া হবে বলে জানিয়ে দিল রাজ্য সরকার। প্রসঙ্গত আগেই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় সমস্ত অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে আসার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আপনার মতামত জানান -