এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নিজামুদ্দিনের সব দায় কেন্দ্রের উপর চাপিয়ে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের!

নিজামুদ্দিনের সব দায় কেন্দ্রের উপর চাপিয়ে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের!

করোনা ভাইরাসকে আটকাতে যখন সারাদেশ একজোট হয়েছে, ঠিক তখনই সামনে চলে এসেছিল দিল্লির নিজামুদ্দিন এর ঘটনা। সেই ঘটনায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন এতটা দায়িত্বজ্ঞানহীন কিভাবে হওয়া যায়? যেখানে গোটা দেশ লকডাউন হয়ে রয়েছে, সেখানে কি করে নিজামউদ্দিনের মতন এত বড় একটা ধর্মীয় সমাবেশ হয়ে গেল! সূত্রের খবর, নিজামুদ্দিনের এই ধর্মীয় সমাবেশে হাজির ছিলেন প্রায় 2 হাজার ধর্মীয় কর্মী। শুধু দেশের না, বিদেশ থেকেও বহু মানুষ যোগ দিয়েছেন এই সমাবেশে।

বর্তমানে দেখা যাচ্ছে লকডাউন চলাকালীন করোনা সংক্রমনের সংখ্যা আরো দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। অনেকেরই বক্তব্য, নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশ এর ফলেই এই ঘটনা ঘটেছে। কিন্তু এবার নিজামুদ্দিনের ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার এদিন জানান, যদি সময় মতন কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্রহণ করতেন, তাহলে নিজামুদ্দিনের মতন ঘটনাকে আটকানো যেত। এ প্রসঙ্গে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”অনুমতি দিয়েছিল বলেই নিজামুদ্দিনে অনেক মানুষের জমায়েত হয়েছিল। রাজনৈতিক বিষয়ের মধ্যে যেতে চাই না। উল্টোপাল্টা, সাম্প্রদায়িক মন্তব্য করছেন কেউ কেউ। মহামারি কোনও ধর্ম-বর্ণ দেখে না।”

অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রথম করোনা আক্রান্তের খবর পাওয়া যায় জানুয়ারি মাসের শেষে কেরল থেকে। অন্যদিকে ভারত সরকার গত 24 মার্চ থেকে দেশজুড়ে লকডাউন শুরু করেছে। এদিকে জানা যাচ্ছে, নিজামুদ্দিনের অনুষ্ঠান হয়েছে গত 13 ই মার্চ। মুখ্যমন্ত্রীর দাবি, যদি সময় মতন তথ্য দেওয়া যেত, তাহলে অবশ্যই এই পরিস্থিতিকে অনেক আগেই সামাল দেওয়া যেত। মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে জানান, কেন্দ্রের থেকে নিজামুদ্দিন সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া গিয়েছিল 10-12 দিন আগে। কিন্তু তার পরেই রাজ্য সরকার সচকিত হন এবং কয়েক ঘণ্টার মধ্যেই এ রাজ‍্যের নিজামুদ্দিনের করোনা আক্রান্তদের নিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে মুখ্যমন্ত্রী জানান, যে 108 জন বিদেশি নিজামুদ্দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদেরকেও একইসাথে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তবে নিজামুদ্দিনের ঘটনায় মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে এদিন জানান, যেসব বিদেশীরা নিজামুদ্দিনে ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ করতে ভারতে এসেছিলেন, তাঁরা পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন প্রতিটি পর্ব মিটিয়েই ভারতে এসেছেন। তবে এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, ”তার পরেও আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। নিজেরাই করিয়েছে, নিজেরাই বলে বেড়াচ্ছে, এই হল না, সেই হল না।”

তবে করোনা সংক্রমণের এই দুঃসময়ে বহু সচেতনতা বহুবার দেওয়া সত্ত্বেও দিল্লির নিজামুদ্দিন এর বিশাল সমাবেশ যে প্রশাসনের ভূমিকাকেই বারংবার প্রশ্নের মুখে ফেলছে, সে ব্যাপারে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা। তবে নিজামুদ্দিনের ঘটনায় অনেকেই এখনো পর্যন্ত পলাতক বলে সন্দেহ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, শারীরিক পরীক্ষা করানোর জন্য, তা সত্ত্বেও অনেকেই এগিয়ে আসেননি বলে আশংকা। তাই এখনো পর্যন্ত কতজন যে পালিয়ে বেড়াচ্ছেন, সেই হিসাব নেই প্রশাসনের কাছে বলেই মনে করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে এখন, সেদিকেই লক্ষ্য রাখছে সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!