এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > তৃণমূল নেত্রীর রাজ্যপালকে ফোন করা নিয়ে তীব্র কটাক্ষ এবার কংগ্রেস হেভিওয়েটের

তৃণমূল নেত্রীর রাজ্যপালকে ফোন করা নিয়ে তীব্র কটাক্ষ এবার কংগ্রেস হেভিওয়েটের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে একদিকে যেমন বিজেপি, অন্যদিকে তৃণমূল এবং তৃতীয় পক্ষ সংযুক্ত মোর্চা- যেখানে তিনটি দল হাত ধরেছে বাম, কংগ্রেস এবং আইএফএস। তৃণমূল ও বিজেপির পাশাপাশি সংযুক্ত মোর্চার পক্ষ থেকেও রাজ্যজুড়ে প্রচার চলছে। এই প্রচারে অংশগ্রহণ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। নির্বাচনী জনসভা থেকে অধীর চৌধুরী একের পর এক কটাক্ষ করে গেলেন তৃণমূল নেত্রীকে। গতকাল নন্দীগ্রামের সাত নম্বর বুথ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজাসুজি ফোন করেন রাজ্যপাল জগদীপ ধনকরকে।

আর তাই নিয়েই অধীর চৌধুরীর তীব্র কটাক্ষ। নাম না করেই অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, তৃণমূল নেত্রী নিজের হার বুঝতে পেরে রাজ্যপালের শরণাপন্ন হয়েছেন। শুক্রবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং বাসস্ট্যান্ডে সংযুক্ত প্রার্থী প্রতাপ চন্দ্র মন্ডলের হয় প্রচার করেন অধীর রঞ্জন চৌধুরী। আর সেখান থেকেই তৃণমূলের একের পর এক সমালোচনা করতে থাকেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর গণতন্ত্র হত্যা নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, সারা রাজ্য জুড়ে তৃণমূলের পক্ষ থেকে গণতন্ত্র হত্যা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পঞ্চায়েত নির্বাচনের কথা তিনি উল্লেখ করেন। পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী বলেন, দানবের মত বিজেপিকে দেখে তৃণমূল নেত্রী ভয় পেয়ে গিয়েছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন। সেই প্রসঙ্গ উল্লেখ করেন এদিন অধীর চৌধুরী। তিনি বলেন, কংগ্রেসই যে একমাত্র বাঁচাতে পারবে তৃণমূলকে তা বুঝতে পেরে তৃণমূল নেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন।

পাশাপাশি মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে বরাবরের মত একই অভিযোগ করেন অধীর চৌধুরী, এ রাজ্যে বিজেপিকে নিয়ে এসেছে তৃণমূল নেত্রী। একই সাথে সংযুক্ত মোর্চার প্রার্থীকে জেতানোর কথা বলেছেন এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি। নির্বাচনী আবহে অধীর রঞ্জন চৌধুরীর তৃণমূল নেত্রীকে করা কটাক্ষমিশ্রিত মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে। তবে তৃণমূলের পক্ষ থেকে কোনো নেতা-নেত্রী বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া দেননি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!