এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > সপ্তাহশেষে বেড়াতে যাবেন দীঘা? এবার পাবেন বিদেশ সফরের অনুভূতি

সপ্তাহশেষে বেড়াতে যাবেন দীঘা? এবার পাবেন বিদেশ সফরের অনুভূতি

মহানগরী বা শহরতলীর মানুষজর জন্যে হাজারো ব্যস্ততার মধ্যে দু এক দিনের অবকাশ মানেই ছোট একটা ট্রিপ । আর সেই ট্রিপে যদি সমুদ্র স্নান থাকে তাহলে তো আর কথাই নেই। এইসব আমুদে মানুষের জন্যেই এবার সুখবর দিচ্ছে খোদ ভারতীয় রেল। এসি দীঘা সুপারফাস্ট এক্সপ্রেসের জন্যে বরাদ্দ হয়েছে বেশ কিছু আধুনিক সুযোগ সুবিধা। এই এক্সপ্রেস ট্রেনের সমস্ত কোচের আমুল বদল এনে জার্মান প্রযুক্তিতে তৈরী অত্যাধুনিক এলএইচবি কোচ লাগানো হচ্ছে।   চেন্নাইয়ের ইন্ট্রিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এইরকম আটটি কোচ তৈরী হয়েছে । রেল দফতর সূত্রে জানা গিয়েছে জুলাই মাসের ১ লা তারিখ থেকেই যাত্রীরা এই কোচের সুবিধা উপভোগ করতে পারবেন। আশার কথা এই পরিবর্তনের পরেও রেল ভাড়া থাকছে অপরিবর্তিত। এসি দীঘা সুপার ফাস্ট এক্সপ্রেস’র কোচ বদলের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

নতুন কোচের সুবিধা গুলি একজনজরেঃ-

১) ট্রেনের কামরাগুলো সেন্টার বাফার কাফেলার দিয়ে জোড়া। যার দরুণ দুর্ঘটনা ঘটলেও  কামরাগুলো উলটে যাবে না। ফলে যাত্রীরা আঘাত পেলেও তা গুরুতর হবে না।

২) শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কারে রয়েছে অগ্নি নির্বাপণ ব্যবস্থা।

৩)  বায়ো টয়লেটের সুবিধা রয়েছে।

৪) ব্রেইল পদ্ধতিতে আসন নং লেখা থাকছে ফলে দৃষ্টিহীনদের আসন খুঁজে নিতে কোনও সমস্যা হবে না ।

৫) ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য রয়েছে ডাস্টবিন।

৬) প্রতিটি কোচে আলাদা আলাদা প্যান্ট্রি কেবিনের ব্যবস্থা রয়েছে।  খাবার ইচ্ছামতো গরম করা যাবে।

৮) ট্রেনের কামরার মধ্যে জায়গাও বেশি খাকছে।

৯) সব মিলিয়ে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ এই ট্রেনে চেপে দীঘা যাবার মজাই আলাদা  বলেও দাবি করছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!