এখন পড়ছেন
হোম > রাজ্য > অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকাদের ভাতা নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি জারি,

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকাদের ভাতা নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি জারি,


অবশেষে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকাদের মাসিক ভাতা নিয়ে বিভ্রান্তি দূর করে নতুন এক বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর। সূত্রের খবর, রাজ্য সরকারের এই দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এক হাজার টাকা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন বাস্তবে সেটাই করা হয়েছে।

কিন্তু দপ্তর এই কথা বললেও কদিন আগেই এই ইস্যুতে অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের একটি সংগঠন প্রবল আন্দোলনে নামে। তাদের অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো একটি বিজ্ঞপ্তি অনুযায়ী ভাতা যে হারে বৃদ্ধি হয়েছিল অন্যটিতে ততোটাই কমে গিয়েছে।

কিন্তু রাজ্যের ঘোষণা মত এই ভাতার কিছুই কমানো হয়নি বলে প্রথম থেকেই দাবি করে আসছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। কিন্তু তাহলে কি ঠিক? একদিকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়ক রা দাবি করছেন তাদের ঘোষিত ভাতা থেকে টাকা কমিয়ে দিয়েছে রাজ্য সরকার,

অন্যদিকে টাকা কমানো হয়নি বলে দাবি করছে রাজ্য। আর এই পরস্পরবিরোধী মন্তব্যে প্রবল সমস্যায় রয়েছেন অনেকেই। জানা গেছে, অঙ্গনওয়াড়ির এই প্রকল্পটি কেন্দ্রের হলেও তার খরচ চালায় কেন্দ্র ও রাজ্যের দুই সরকারই। আগে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খরচের জন্য 90 থেকে 75 শতাংশ অর্থ দিত কেন্দ্র, আর বাকিটা রাজ্য সরকারকে দিতে হতো। 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর অন্যান্য প্রকল্পগুলির মতো এই অঙ্গনওয়াড়ি প্রকল্পেও নিজেদের অর্থ কমিয়ে দেয় মোদি সরকার।

আর নতুন নিয়ম অনুযায়ী, এখন এই অঙ্গনওয়াড়ি প্রকল্পে কেন্দ্র 60 শতাংশ এবং রাজ্য 40 শতাংশ টাকা দেয়। আর নতুন জারি করা রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তিতে কিভাবে সেই কেন্দ্র এবং রাজ্য অঙ্গনওয়াড়ি প্রকল্পে টাকা দেয় তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। কি আছে সে বিজ্ঞপ্তিতে?

দেখা গেছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের মোট 1900 টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে। যার মধ্যে 900 টাকা কেন্দ্র এবং বাকি 1000 টাকা দিচ্ছে রাজ্য সরকার। অন্যদিকে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ভাতা বাড়ানো হয়েছে 1450 টাকা। যার মধ্যে 450 টাকা কেন্দ্র এবং রাজ্য 1000 টাকা দিচ্ছে।

জানা গেছে, রাজ্য সরকারের তরফে এই ভাতার খাতে অতিরিক্ত বরাদ্দ করাতেই এই টাকার অঙ্ক বৃদ্ধি পেয়েছে। এদিকে কেন্দ্রের তরফে সম্প্রতি অঙ্গনওয়াড়ি কর্মীদের 1500 টাকা ভাতা বৃদ্ধি করা হলে নিয়মানুযায়ী সেখানে 900 টাকা কেন্দ্র এবং 600 টাকা রাজ্যের দেওয়ার কথা। আর অপরদিকে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য 750 টাকা বৃদ্ধি করা হলে এর মধ্যে কেন্দ্রের 450 এবং রাজ্যের 300 টাকা দেওয়ার কথা।

আর এইখানেই বিজ্ঞপ্তিতে বলা আছে যে, রাজ্য সরকার নিজের তহবিল থেকে এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য 1000 টাকা বৃদ্ধি করেছে। যার কারণে এই অঙ্গনওয়াড়ি কর্মীদের 6750 এবং সহায়িকাদের 4,800 টাকা ভাতা হয়েছে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে, যদি রাজ্য সরকার এই অতিরিক্ত অর্থ না দিত তাহলে অঙ্গনওয়াড়ী কর্মীরা 400 টাকা এবং সহায়িকারা 700 টাকা করে ভাতা কম পেতেন। কিন্তু এহেন বিভ্রান্তির জন্য ঠিক কে বা কারা দায়ী?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এই প্রসঙ্গে তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টর কমিটির সদস্য মনোজ চক্রবর্তী বলেন, “একাংশ আমলার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুলের জন্যই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রথমে বিজ্ঞপ্তিতে যদি পুরো বিষয়টি পরিষ্কার করে বলা হতো তাহলে এটা হতো না।” সব মিলিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকাদের ভাতা নিয়ে এবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!