১৪ বছর পর ফের, অধিনায়ক কার্তিকের হাত ধরেই এলো জয়। অন্যান্য খেলা February 1, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সৈয়দ মুস্তাক আলী ট্রফির হাত ধরে বহু অপেক্ষার অবসান ঘটিয়ে, কোভিদ পরিস্থিতি কাটিয়ে দেশে ফিরেছে ঘরোয়া ক্রিকেট। গত মাসের ১০ তারিখ এ শুরু হয় এই বিশ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল ছিল সেই টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালে পৌঁছয় তামিলনাড়ু এবং বারোদা। রবিবার সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে টসে হেরে, প্রথম ব্যাট করতে নামে বারোদা। তবে ব্যাট করতে নেমে বারোদা সেরকম সুবিধা করতে পারেনি। ২০ ওভারে নয় উইকেট হারিয়ে বারোদা ১২০ রান করে। বারোদার ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র উল্লেখযোগ্য বিষ্ণু সোলাঙ্কি। বিষ্ণু সোলাঙ্কি ৫৫ বোল খেলে ৪৯ রান করে। তার ব্যাটিংয়ে রয়েছে একটি চার এবং দুটি ছয়। ভালো ব্যাট করলেও সোলাঙ্কি রান আউট হয়ে যায়। ১২০ রানের টার্গেট গড়ে তুলতে তাকে একমাত্র সাহায্য করে এ. শেঠ। শেঠ ৩০ বল খেলে, দুটি চার এবং একটি ছয় ২৯ রান করে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তামিলনাড়ু এর বোলিং এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এম সিদ্ধার্থ। সিদ্ধার্থ চার ওভারে মাত্র ২০ রান দিয়ে চারটি উইকেট তুলে নেয়। এরপর ব্যাট করতে নেমে, ১২০ রানের ছোটো টার্গেট মাথায় রেখে, কখনোই সেরম বেগ পেতে হয়নি তামিলনাড়ুকে। অধিনায়ক দীনেশ কার্তিক, ১৬ বলে ২২ রানের একটি ঝড় ইনিংস খেলে। হরি নিশান্ত এবং বি অপরাজিত এর হাত ধরে তামিলনাড়ু তাদের ব্যাটিং গড়ে তোলে। মাত্র তিন উইকেট হারিয়ে, দুই ওভার বাকি থাকতেই তারা ম্যাচ জিতে যায়। ম্যাচের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন এম সিদ্ধার্থ তার অনবদ্য বোলিংয়ের জন্য। অধিনায়ক হিসেবে গত আইপিএল এ দীনেশ কার্তিক সাফল্য না পেলেও, সৈয়দ মুস্তাক আলী ট্রফির জয় নিঃসন্দেহে অধিনায়ক কার্তিকের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। তবে বারোদার হয়ে ছিল না তাদের তারকা হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া। ১৪ বছর পর সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতলো তামিলনাড়ু। শেষবার তামিলনাড়ু জিতেছিল ২০০৬-০৭ এ। তখনও দলের অধিনায়ক ছিল কার্তিক। আপনার মতামত জানান -