এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আবার নতুন চমক রাজ্যের মুখ্যমন্ত্রীর, এবার রেশন ডিলারদের জন্য কল্পতরু দিদি

আবার নতুন চমক রাজ্যের মুখ্যমন্ত্রীর, এবার রেশন ডিলারদের জন্য কল্পতরু দিদি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার সময় থেকেই রাজ্যজুড়ে রেশনিং দুর্নীতি নিয়ে সরব হয় বিরোধীরা। তারপর অবশ্য রাজ্য সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করে তৎকালীন খাদ্য সচিবকে সরিয়ে দেয়। কিন্তু এখনো রেশনিং দুর্নীতি নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়নকে বিভিন্ন সময় কথা শুনতে হয় বিরোধীদের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথায় কান না দিয়ে এবার রেশন ডিলারদের জন্য ভোটের আগে করলেন বড়সড় ঘোষণা। বিধানসভা নির্বাচনের আগে এবার রেশন ডিলারদের জন্য মুখ্যমন্ত্রী নিয়ে এলেন একগুচ্ছ পরিকল্পনা। লাইসেন্স পুনর্নবীকরণ থেকে শুরু করে নতুন আবেদনের ক্ষেত্রে কার্যনির্বাহী মূলধন সবেতেই ব্যাপক ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয়, এবার থেকে যদি কর্মরত অবস্থায় কোন রেশন ডিলার মারা যান, তাহলে তাঁর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে টাকা তুলে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। গতকাল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের রাজ্য সম্মেলনে ‘অন্নে অনন্যা বাংলা’ বলে একটি নতুন কর্মসূচি শুরু করেন মুখ্যমন্ত্রী। আর এই কর্মসূচির ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান করোনার সময় যেভাবে রেশন ডিলাররা খাবারের যোগান দিয়েছেন, তাতে তাঁরাও কিন্তু একপ্রকার কোভিড যোদ্ধাদেত তালিকায় নাম লিখিয়েছেন। আর সেইসব রেশন ডিলারদের পাশে রাজ্য সরকার আছেন বলে জানান এদিন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রেশন ডিলারদের জন্য তিনটি মূল ঘোষণার মধ্যে প্রথমটি হলো বর্তমানে যে লাইসেন্স পুনর্নবীকরণ করতে হয় এক বছরে, সেই লাইসেন্স পুনর্নবীকরণ করার জন্য এবার সময়সীমা দেওয়া হচ্ছে তিন বছর। দ্বিতীয়টি হল, নতুন ডিলারশিপ নিতে গেলে আগে কার্যনির্বাহী মূলধন হিসেবে 5 লক্ষ টাকা জমা করতে হতো। কিন্তু এবার থেকে সেটা দু’লক্ষ টাকায় হয়ে যাবে। পাশাপাশি রেশন ডিলারদের তালিকা খাদ্য দপ্তরের কাছে জমা থাকবার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে কাজ করতে করতে যদি কেউ দুর্ঘটনায় বা স্বাভাবিকভাবেই মারা যায়, তাহলে সরকারের পক্ষ থেকে তাকে দু লক্ষ টাকা দেওয়া হবে।

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে পাল্টা আক্রমণ করেন এবং বলেন, পরিকল্পনা করে রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যা কথা রটানো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে যেভাবে কল্পতরু হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রেশন ডিলারদের জন্য যে ব্যাপক সুযোগ নিয়ে এলেন, তা কিন্তু তৃণমূল নেত্রীর জনপ্রিয়তা বাড়িয়ে তোলার জন্য যথেষ্ট। আপাতত দেখার, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রীর এই জনমুখী কর্মসূচি কতটা তাঁকে ভোটব্যাঙ্ক বাড়াতে সাহায্য করে!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!