এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News, ব্যাঙ্কিং সেক্টরের জন্য কি রয়েছে এবারের বাজেটে? আসুন জেনে নিন

Breaking News, ব্যাঙ্কিং সেক্টরের জন্য কি রয়েছে এবারের বাজেটে? আসুন জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করে তুলতে একাধিক পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। একদিকে যেমন রয়েছে ব্যাংক সংযুক্তিকরণ, ব্যাংকের স্থায়ী আমানতের সুরক্ষা বীমার পরিমাণ বৃদ্ধি, অন্যদিকে রয়েছে বিলগ্নীকরণ এর মত বিষয় গুলিও। বেশকিছু অর্থনীতিবীদ জানিয়েছেন যে, এবারের বাজেট করোনা মহামারীর কারণে তছনছ হয়ে পড়া অর্থব্যবস্থাকে আবার জোড়া দেওয়ার কাজ শুরু করবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে, সরকারি ব্যাংকের পুনরুজ্জীবন করতে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করবে কেন্দ্রীয় সরকার। আবার ব্যাংকের স্থায়ী আমানতে সুরক্ষা বিমার পরিমাণ ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে। আবার ১০ টি ব্যাংককে যুক্ত করে দিয়ে ৪ টি ব্যাংককে বৃহদায়তন ব্যাংকে পরিণত করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে, দুটি সরকারি ব্যাংক ও একটি বীমা ক্ষেত্রের বিলগ্নীকরণ করানো হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন এলআইসির আইপিও এবারে খোলা বাজারে বিক্রয় করা হবে। বীমা ক্ষেত্রকে পুনরুজ্জীবিত করে তুলতে বিদেশি বিনিয়োগ বাড়ানো হবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন যে, বীমা ক্ষেত্রে শর্ত আরোপ করে বিদেশী বিনিয়োগের মাত্রা ৪৯ শতাংশ থেকে বৃদ্ধি করে তা ৭৪ শতাংশ করা হবে। এর সঙ্গে সঙ্গেই সেবি আইনে কিছুটা বদল আনা হবে। অর্থমন্ত্রী জানিয়েছেন, ক্রয়যোগ্য ভালো বন্ড কেনার জন্য একটি সংস্থা তৈরি করা হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

কেন্দ্রীয় বাজেটকে সংস্কারমুখী ও সদর্থক বলে প্রশংসা করলেন ও তাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানালেন যে, জনগণের প্রতি এই বাজেট দায়িত্বশীল। এর মধ্যে সরকারের আত্মনির্ভর হয়ে ওঠার পথ নির্দেশ রয়েছে। অন্যদিকে বাজেটের পর সেনসেক্স বেড়েছে ২২১৪ পয়েন্ট, নিফটি বেড়েছে ৬২৬ পয়েন্ট।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!