এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন হেভিওয়েট বিধায়ক! নয়া সমীকরণে বাড়ছে আশঙ্কা!

তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন হেভিওয়েট বিধায়ক! নয়া সমীকরণে বাড়ছে আশঙ্কা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দিকে দিকে যখন অন্য দল থেকে নেতাকর্মীরা তৃণমূলের ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন, ঠিক তখনই কার্যত ব্যতিক্রমী ভূমিকায় দেখা যাচ্ছে তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তীকে। যেখানে দলের পার্টি অফিসে তিনি ঠিকমতো উপস্থিত হচ্ছেন না বলে অভিযোগ। শুধু তাই নয়, সেভাবে বিধানসভা এলাকাতেও মানুষ তাকে দেখতে পাচ্ছে না বলে দাবি একাংশের। আর এই পরিস্থিতিতে দলীয় বিধায়ককে নিয়ে তৃণমূলের অন্দরমহলেই তৈরি হয়েছে অসন্তোষের আবহ।

সূত্রের খবর, বাঁকুড়া জেলার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তীকে সেভাবে এলাকায় দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষ। এমনকি দলের সিমলাপালের পার্টি অফিসেও তিনি উপস্থিত হচ্ছেন না। যার ফলে সেই পার্টি অফিসের রং সাদা করে দিয়েছেন দলের কর্মীরা। কিন্তু কেন দলীয় বিধায়ক হয়ে তিনি ঠিকমতো দলের সঙ্গে যোগাযোগ রাখছেন না! তাহলে কি তিনি দলের ওপর অসন্তুষ্ট! যদিও বা এই বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন তালডাংরার তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্তী।

এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “যেভাবে পরিষেবা পেলে মানুষ উপকৃত হবেন, সেভাবেই পরিষেবা দেওয়া হচ্ছে। কোথাও পরিষেবার কোনো খামতি নেই।” তবে গোটা বিষয়টি যে অত্যন্ত জটিল এবং এর পেছনে যে দলের ভেতরেও অসন্তোষ রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!