এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গৃহযুদ্ধ চরমে, পার্থর বিরুদ্ধে সরব রবি! সামাল দিতে মরিয়া তৃণমূল!

গৃহযুদ্ধ চরমে, পার্থর বিরুদ্ধে সরব রবি! সামাল দিতে মরিয়া তৃণমূল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কোচবিহারের পার্থপ্রতিম রায়ের সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষের সম্পর্ক যে খুব একটা ভালো নয়, তা নতুন কিছু নয়। বারবার এই দুই নেতার মতানৈক্য সামনে এসেছে। তবে কিছুদিন আগে জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পর রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন পার্থপ্রতিম রায়। কিন্তু তারপরেও অবস্থার পরিবর্তন হলো না। এবার প্রকাশ্যে মঞ্চ থেকে নাম না করে সেই পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে সরব হলেন রবীন্দ্রনাথ ঘোষ। যাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।

সূত্রের খবর, রবিবার কোচবিহারে তৃণমূলের শ্রমিক সংগঠনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আর সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে বর্তমান জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে মন্তব্য করেন তিনি।

এদিন এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “একটা লোক কাকে ল্যাং মারেনি! আমাকে ল্যাং মারলো ঠিক আছে। মিহির গোস্বামী ল্যাং শুধু মারেনি, দল থেকে তাড়ালো। তারপর বিনয় বর্মনের ঘাড়ে চেপে বসলো। তাকেও দল থেকে তাড়ালো‌। এরপর ঠাকুর নিজেই আসনে বসলেন‌‌। গিরিনবাবু সকলকে নিয়ে চলার চেষ্টা করেছিলেন। কখন তার ফিতে কেটে দিয়েছে, তিনিও তার টের পাননি। এরপর আবার নিজের আসনে বসেই শুরু হয় বিভিন্ন দাবি-দাওয়া। এখন শুনতে পাচ্ছি, যদি ঠাকুরকে সন্তুষ্ট করা না যায়, তাহলে নাকি ভবিষ্যতে পঞ্চায়েতের টিকিট পাওয়া যাবে না।”

যদিও বা এই মন্তব্যের তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না বলে জানিয়ে দিয়েছেন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। বিশেষজ্ঞদের মতে, অতীতেও এরকম বহুবার গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গিয়েছে‌। কিন্তু এভাবেই যদি চলতে থাকে, তাহলে কোচবিহার জেলায় তৃণমূলের ঐক্য রক্ষা করা সম্ভব হবে, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!