এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিতে কি গুরুত্ব হারাচ্ছেন ক্রমশ? ভবিষ্যৎ কি অন্ধকারে? উত্তর দিলেন স্বয়ং মুকুল রায়!

বিজেপিতে কি গুরুত্ব হারাচ্ছেন ক্রমশ? ভবিষ্যৎ কি অন্ধকারে? উত্তর দিলেন স্বয়ং মুকুল রায়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন ধরেই রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মুকুল রায়। বেশ কিছু বছর পেরিয়ে গেল, তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। তৃণমূলের হেভিওয়েট নেতা বিধায়কদের বিজেপিতে যোগদান করানো থেকে শুরু করে গত লোকসভা নির্বাচনে দলকে সাফল্য পাইয়ে দেওয়া, সমস্ত কিছুর মূলে মুকুলবাবুর যথেষ্ট অবদান রয়েছে বলে দাবি করেন তার অনুগামীরা।

কিন্তু তা সত্ত্বেও তিনি তেমনভাবে এখনও কোনো গুরুত্বপূর্ণ পদ পাননি ভারতীয় জনতা পার্টিতে। যার ফলে সম্প্রতি তাকে পদ দেওয়া হবে বলে জল্পনা তৈরি হলেও, দিল্লি থেকে খালি হাতেই ফিরে আসতে হয় বঙ্গ বিজেপির চানক্যকে। তৃণমূলের তরফে বেশকিছু ব্যক্তি দাবি করেন, আসলে মুকুল রায় বিজেপিতে গুরুত্ব হারিয়ে ফেলেছেন। তাই তিনি এখন তৃণমূলে যোগ দেওয়ার চেষ্টা করছেন। তৃণমূলের অনেক কর্মী-সমর্থক একথা বলার সাথে সাথেই রাজ্য রাজনীতিতে আলোরন পড়তে শুরু করে।

তাহলে কি বিজেপিতে গুরুত্ব না পেয়ে এবার সত্যি সত্যি নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসে ফিরে যাচ্ছেন মুকুল রায়? অবশেষে এই ব্যাপারে সমস্ত জল্পনার অবসান ঘটালেন মুকুলবাবু নিজেই। দীর্ঘদিন ধরে যে প্রশ্ন আলোচিত হচ্ছে বঙ্গ রাজনীতিকে, এবার সেই প্রশ্নের উত্তর দিয়ে মুকুল রায় প্রমাণ করে দিলেন, তিনি বিজেপিতে আছেন এবং বিজেপিতেই থাকবেন। সূত্রের খবর, এদিন রথযাত্রা উপলক্ষে শান্তিপুরের বাইগাছি পাড়ার খরজলা বাগান এলাকার বাসিন্দা ধ্রুব নারায়ন গোস্বামীর বাড়িতে একটি শান্তি যজ্ঞের আয়োজন করা হয়েছিল।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেখানেই উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। আর সেই অনুষ্ঠানে মুকুল রায়কে দেখতে পেয়ে সাংবাদিকরা এই ব্যাপারে তাকে প্রশ্ন করেন। যার পরিপ্রেক্ষিতে মুকুলবাবু বলেন, “সম্পূর্ণ মিথ্যা কথা। 2019 এর লোকসভা নির্বাচনের মতই 2018 এর পঞ্চায়েত নির্বাচনে আমি দলের আহ্বায়ক ছিলাম। ফলে আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা, তা নিয়ে আলাদা করে তৃণমূলকে কিছু বোঝাতে হবে না।” অর্থাৎ এতদিন তার তৃণমূলে যোগ নিয়ে যে জল্পনা চলেছে, তার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন, যে জল্পনা চলছে তা সম্পূর্ণরূপে মিথ্যা এবং অসত্য।

বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এককালের প্রাক্তন সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। তারপর তার পক্ষে আবার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া কার্যত অসম্ভব। তিনি এখন প্রতিজ্ঞা করে নিয়েছেন, 2021 এর বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা থেকে তৃনমূল কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টিকে বসাতে।

সেদিক থেকে দিল্লিতে গিয়ে সম্প্রতি অমিত শাহের সঙ্গে দেখা করে তার বার্তা নিয়ে এসেছেন মুকুল রায়। করোনা পরিস্থিতির কারণে তাকে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া সম্ভব হয়নি বলে খবর। তবে এই পরিস্থিতি মিটে গেলেই তিনি বিজেপিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা পেতে পারেন বলে মনে করা হচ্ছে। আর দিল্লি থেকে মুকুল রায় ফিরে আসার সাথে সাথেই তিনি কোনো পদ না পাওয়ায় তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে ব্যাপক জল্পনা তৈরি করা হয়েছিল। অনেকেই দাবি করেছিলেন, এবার মুকুল রায় তৃনমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। কিন্তু তা যে সম্পূর্ণ ভুল, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরে বুঝিয়ে দিলেন বঙ্গ বিজেপির চানক্য। যার ফলে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও চাপে পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!