” চরাম-চরাম ” এ অনুপ্রাণিত হয়ে রূপোর ঢাক উপহার অনুব্রতকে রাজ্য December 19, 2017 মঙ্গলকোট থানার পাশে লালডাঙার মাঠে ব্লক সভাপতি অপূর্ব চৌধুরির ডাকে এক জনসভার আয়োজন করা হয়৷ এই সভায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও উপস্থিত ছিলেন৷ তাঁর ” চরাম-চরাম ” এ অনুপ্রাণিত হয়ে রূপোর ঢাক উপহার দিলেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরি। দিদির আদেশ মেনে এদিন কোনো খারাপ কথা বলেননি অনুব্রতবাবু। এদিন জনসভায় তিনি কর্মীদের উদ্দেশে বলেন, আমি এখানে পঞ্চায়েত ভোট করাতে আসিনি। এর জন্য আমার ব্লক সভাপতি অঞ্চল সভাপতিরাই যথেষ্ট। এবং তিনি বলেন এমন ব্যবস্থা করতে হবে যাতে পঞ্চায়েত ভোটে কোনও আসনেই যেন বিরোধীরা প্রার্থী দিতে না পারে এবং আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে পারি। এদিন এই জনসভায় অনুব্রতবাবু ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ, প্রাক্তন বিধায়ক অসিত মাল প্রমুখ। প্রসঙ্গত এদিন এদিনের জনসভায় মঙ্গলকোটের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও তাঁর অনুগামীরা ছিলেন না।কারণ জানা যায় নি। আপনার মতামত জানান -