এখন পড়ছেন
হোম > রাজ্য > বঙ্গ বিজেপিকে দুর্নীতি থেকে বাঁচাতে এবার বড়সড় আন্দোলনে নামছে সেভ বেঙ্গল বিজেপি

বঙ্গ বিজেপিকে দুর্নীতি থেকে বাঁচাতে এবার বড়সড় আন্দোলনে নামছে সেভ বেঙ্গল বিজেপি


বাংলায় বিজেপিকে বাঁচাতে বাংলার বুকেই আর এক বিজেপি বর্তমান।সেভ বেঙ্গল বিজেপি নামে এই বিজেপির সভাপতি হলেন বিজেপির ন্যাশনাল কাউন্সিল থেকে ছয় বছরের জন্য বহিষ্কৃত সদস্য অশোক সরকার৷ গত মে মাসে গেরুয়া শিবিরে ‘অন্তর্দ্বন্দ্বে’র জেরে এই বিজেপির জন্ম হয়েছে৷ গেরুয়া শিবিরকে দুর্নীতি থেকে মুক্ত রাখাই এই বিজেপির উদেশ্য।এটি এ রাজ্যেরই বিজেপির বিক্ষুব্ধ বিভিন্ন অংশের সদস্যদের নিয়ে গঠিত। বাংলার বিজেপিকে বাঁচাতে পুজোর পরেই বড় মাপের এই সভা আয়োজনের কথা বলা হয়েছিল৷সভার আয়োজন ছাড়াও রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করছে৷ তবে মুকুল রায়ের যোগদানের পর বাংলার বিজেপি কোন পথে এগোচ্ছে তা দেখেশুনে বুঝে নিয়ে তবে এগোতে চাইছিলেন তাঁরা। এই নিয়ে অশোকবাবু বলেন ‘‘আগামী ১৬ অথবা ১৭ জানুয়ারি কলকাতায় আমরা সভার আয়োজন করছি৷ বিজেপিকে বাঁচাতে, বাংলায় দুর্নীতি মুক্ত বিজেপি গড়তে আমরা এই সভার আয়োজন করছি৷’’ পাশাপাশি তিনি আরো জানান ‘‘তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেসের দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের রাজ্য বিজেপির বিভিন্ন পদে বসানো হচ্ছে৷ বাংলায় এ ভাবে বিজেপির ক্ষতি আমরা হতে দেব না৷ বিজেপিকে বাঁচানোই আমাদের লক্ষ্য৷’’সাথে অভিযোগ করেন,‘‘১৫, ২০, ৩০ বছর ধরে যাঁরা বিজেপিতে আছেন, বর্তমান রাজ্য নেতৃত্ব তাঁদের বিভিন্ন ভাবে বসিয়ে দিচ্ছেন৷ তাঁদের কাজ করতে দেওয়া হচ্ছে না৷’’আর এক গেরুয়া শিবিরের এই বিরাট সভার প্রভাব বাংলায় কেমন পড়বে সেটাই দেখার৷

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!