এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অন্তর্কলহে টালমাটাল তৃণমূল? সাধন-ফিরহাদ-পরেশ অতীত, নতুন করে এবার ঝড় তুললেন আরেক মন্ত্রী

অন্তর্কলহে টালমাটাল তৃণমূল? সাধন-ফিরহাদ-পরেশ অতীত, নতুন করে এবার ঝড় তুললেন আরেক মন্ত্রী


ফের তৃণমূলের কোন্দল প্রকাশ্যে। এবার আর সাধন নয়, তৃণমূলের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কোপের মুখে পড়লেন আর এক তৃণমূল মন্ত্রী। আম্ফানে ব্যাপক ক্ষতি হয়েছে বাংলার, বিশেষ করে সুন্দরবন, স্বগরদীপ এলাকা। আর এতদিন হয়ে যাবার ওপরেও সেখানে সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরার দেখা না পাওয়ায় জোর জল্পনা শুরু হয়েছিল , এবার সেই জল্পনায় ঘি ঢেলে এদিন সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরার তুমুল সমালোচনা করলেন প্রবীণ তৃণমূল নেতা তথা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

জানা যাচ্ছে, শুক্রবার এক সাংবাদিক বৈঠকে নাম না করেই মন্টুরামের সমালোচনা করেন তিনি। ঘূর্ণিঝড়ের প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় রাজ্যের আরেক মন্ত্রী মন্টুরাম পাখিরার উদ্দেশ্যে বলেন, “সাগরে কোন মন্ত্রী যাননি। ওই এলাকার কাছেই এক মন্ত্রী থাকেন। তবু তিনি সেখানে যাননি। এগুলো এবার আমাদের শুধরে নিতে হবে।”

সাথেই তিনি বলেন, “করোনা নিয়ে ভয় থাকতে পারে। আমারও আছে। অনেক সময় পরিবারের সঙ্গে ঝগড়া করেও কাজ করতে বেরোতে হয়। রাজ ধর্ম পালন করতে হবে।” নাম না করে রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে এভাবেই আক্রমণ করলেন কলকাতার প্রাক্তন মেয়র এবং পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোন্দল নতুন নয়, গোষ্ঠীকোন্দলের জেরে ২০১৯ এর লোকসভা ভোটে ব্যাপক ধ্বস নেমেছে। কিন্তু চিত্রটা কোনো মতে বদলায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আম্ফানে কলকাতার বেহাল অবস্থা নিয়ে তৃণমূলের মন্ত্রী সাধন পান্ডে তৃণমূলের মেয়র ফিরহাদ হাকিমকে কয়েকদিন আগেই দুষেছিলেন। সাধন পান্ডে তখন বলেছিলেন আমপান পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভা সম্পূর্ণ ব্যর্থ। ফিরহাদ হাকিম বিধায়কদের নিয়ে কোনো বৈঠক করেন নি। যার পাল্টা দিয়েছিলেন মেয়রও। ফিরহাদের হয়ে যাবে মাঠে নেমে সাধনকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন বিধায়ক পরেশ পাল। যা নিয়ে কম জলঘোলা হয়নি , যার জেরে অস্বস্তিতে ওরে শো- কজ এর নোটিশ পাঠাতে হয়েছিল নেতৃত্বকে। সেই নিয়ে বিতর্ক এখনো চলছে তা মেটার আগেই ফের বিতর্ক এজরালেন আর এক মন্ত্রী।

সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগেই দলের প্রায় সর্বোচ্চ স্তরে এই অন্তর্কলহ তৃণমূলকে দুর্বল করে দিচ্ছে বলেই মত রাজনৈতিক,হলের। তাদের দাবি এখনো যদি শক্ত হাতে হাল ধরা না হয় তবে এর প্রভাব পড়তে পারে ২০২১ এ, আর যার জেরে বিজেপি বড়সড় সাফল্য পেয়ে যাবে। এখন দেখার সুব্রতবাবুকে নিয়ে কি বলেন মন্ত্রী মন্টুরাম পাখিরা। আর ফের কোন্দল লাগলে তা একইভাবে সামাল দেন শীর্ষ নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!