এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও চিন্তা বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট

দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও চিন্তা বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট করোনার তৃতীয় ঢেউ নিয়ে ক্রমাগত যখন আশঙ্কা বাড়ছে, ঠিক সেইসময় কিছুটা হলেও স্বস্তি মিলল দেশের দৈনিক সংক্রমণের গতিতে। কার্যত দেখা যাচ্ছে বর্তমানে দেশের দৈনিক সংক্রমণ ক্রমশ নিম্নমুখী। যদিও বিশেষজ্ঞরা এখনই চিন্তা মুক্ত হতে রাজি নন। তাঁদের মতে, বিন্দুমাত্র যদি করোনার বিধিনিষেধের ফাঁক শুরু হয়, তাহলে আবারও এই সংক্রমণ হুরমুড়িয়ে বেড়ে যাবে এবং দেশে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা সত্যি হবে। কার্যত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 25 হাজার 166 জন। একদিনে করোনার বলি হয়েছেন আরও 437 জন।

অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কেরালা এবং মহারাষ্ট্র ক্রমশ চিন্তা বাড়িয়ে চলেছে কেন্দ্রীয় সরকারের। গত 24 ঘন্টায় এই দুই রাজ্যে নতুন করে 16 হাজারেরও বেশি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি একদিনে করোনায় মৃত্যু হয়েছে 243 জনের শুধুমাত্র দুটি রাজ্য থেকে। অন্যদিকে গত 24 ঘন্টার করোনা পরিসংখ্যান বলছে, বিগত 154 দিনের মধ্যে দেশের সর্বনিম্ন সংক্রমণ হয়েছে গত 24 ঘন্টায়। কিন্তু আশংকা জাগিয়ে মহারাষ্ট্রের সংক্রমণের গতি কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী। জানা গিয়েছে, কেরলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 12 হাজারের বেশি মানুষ। অন্যদিকে মহারাষ্ট্রে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 4145 জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 কোটি 22 লক্ষ 50 হাজার 679 জন। পাশাপাশি সারাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 লক্ষ 32 হাজার 79 জন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কপালে কিন্তু ক্রমশ করোনার ডেল্টা প্লাসের ভ্যারিয়েন্ট চিন্তা বাড়াচ্ছে। এখনো পর্যন্ত ডেল্টা প্লাস ভাইরাসে আক্রান্ত অন্তত 10 জনের খোঁজ মিলেছে মহারাষ্ট্রে। জানা গিয়েছে মহারাষ্ট্রের 76 জনের শরীরে ডেল্টা প্লাসের সন্ধান পাওয়া গিয়েছে। পাশাপাশি করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রের পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর।

একইসাথে মহারাষ্ট্র সরকারের উদ্বেগ বেড়ে গিয়েছে। তার কারণ যে দশজন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এ আক্রান্ত হয়েছেন, তাঁরা প্রত্যেকেই করোনার দুটি ডোজ পেয়েছিলেন বলে জানা গিয়েছে। এই দশজনের মধ্যে দুজন কোভ্যাকসিন নিয়েছিলেন এবং বাকিরা কোভিশিল্ড পেয়েছিলেন। মহারাষ্ট্রের যে কজন আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে 39 জন মহিলা এবং অনূর্ধ্ব 18 ন জন। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, এখনও পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি কিন্তু ভালো নয়। সেক্ষেত্রে কেরালা এবং মহারাষ্ট্রকে নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে। এবং একই সাথে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কাকে আরো তীব্র করছে বলে দাবি চিকিৎসকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!