এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > তালিবানদের প্রতি এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করলো ফেসবুক

তালিবানদের প্রতি এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করলো ফেসবুক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কুড়ি বছর আগেকার দুঃসহ স্মৃতি আবার ফিরে এসেছে আফগানিস্থানে। আফগানিস্তান দখল করে নিয়েছে তালিবান জঙ্গি গোষ্ঠী। আফগানিস্থানে থাকা নিরাপদ নয় বলে মনে করে, দেশ ছাড়তে শুরু করেছেন বহু মানুষ। বিশেষকরে আশঙ্কা বাড়ছে মহিলাদের। এই পরিস্থিতিতে তালিবানদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে ফেসবুক। তালিবান সম্পর্কিত সমস্ত রকম পোস্ট বা কনটেন্ট নিষিদ্ধ বলে ঘোষণা করেছে ফেসবুক।

এতদিন নিজেদের প্রচারকার্যে ফেসবুককে ব্যবহার করে এসেছে তালিবানরা। ফেসবুকের মাধ্যমে বহুবার তারা তাদের বার্তা প্রচার করেছে। সে সময় ফেসবুক তালিবানদের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু এবার তালিবানদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ফেসবুক। ফেসবুকের এক মুখপাত্র এ প্রসঙ্গে জানিয়েছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রে তালিবানকে জঙ্গি সংগঠন হিসেবেই বিচার করা হয়। তাই ডেঞ্জারাস অর্গানাইজেশন পলিসি অনুযায়ী ফেসবুক তাদের সার্ভিস দেওয়া বন্ধ করে দিয়েছে। ফেসবুক থেকে তালিবানদের সমস্ত অ্যাকাউন্ট উড়িয়ে দেয়া হবে। তালিবানদের প্রশংসা,তাদের সমর্থন ও তাদের প্রতিনিধিত্ব করা সমস্ত কিছু নিষিদ্ধ করে দেয়া হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে, তালিবান নেতা বা তাদের পক্ষ নিয়ে ফেসবুকে কেউ কিছু পোস্ট করলে, তাদের একাউন্ট বাতিল করে দেয়া হবে। আফগানিস্থানে স্থানীয় ভাষায় পারদর্শী ও স্থানীয় খবর রাখেন এই ধরনের বেশ কিছু ব্যক্তিকে নিয়ে একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছে। তারাই এই কাজে নিযুক্ত থাকবেন। আর এই ব্যাপারে কোনো দেশের সরকারের কাছ থেকে কোনো মতামত গ্রহণ করবে না ফেসবুক। আন্তর্জাতিক প্রেক্ষিত থেকে এই বিষয়টি দেখা হবে। সেই মত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ফেসবুকের এই পদক্ষেপকে সমর্থন করেছেন বহু মানুষ। প্রসঙ্গত, জনসমাজে নিজেদের বার্তা ছড়িয়ে দেবার জন্য সোশ্যাল মিডিয়াকে বারবার ব্যবহার করেছে তালিবানরা। সে দিক থেকে ফেসবুকের এই পদক্ষেপ বড়সড় ধাক্কা তালিবানের কাছে। তবে অনেকে মনে করছেন ,এই পদক্ষেপ যদি আরো আগে নেয়া হতো, তাহলে বেশি ভালো হতো। আবার, ফেসবুকের সঙ্গে সঙ্গে ফেসবুকের অধীনস্থ সংস্থা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ থেকেও নিষিদ্ধ করে দেয়া হয়েছে তালিবানদের। কাজেই এই প্ল্যাটফর্ম গুলো আর ব্যবহার করতে পারবে না তালিবানরা।

তবে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ হবার পর, অন্যান্য সোসাল প্লাটফর্ম গুলি ব্যবহার করতে পারে তালিবানেরা, এমন সম্ভাবনা যথেষ্টই আছে। সে ক্ষেত্রে ইউটিউব, টুইটারের মতো প্লাটফরম গুলি ব্যবহার করতে পারে তালিবানরা। তাই, এবার এই সংস্থাগুলিও কোন কঠোর পদক্ষেপ গ্রহন করে কি না? সেদিকে নজর রয়েছে সকলের। এ বিষয়ে টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, টুইটার কখনোই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। তবে তালিবানদের নিষিদ্ধ করার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!