এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূল ও পুলিশ মিলে আমাকে আটকাচ্ছে, বিস্ফোরক দাবী দিলীপ ঘোষের

তৃণমূল ও পুলিশ মিলে আমাকে আটকাচ্ছে, বিস্ফোরক দাবী দিলীপ ঘোষের

তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গিয়েছে আর তাই প্রশাসনকে কাজে লাগিয়ে পথ আটকে বিজেপিকে আটকানোর বৃথা চেষ্টা করছে এমনই বিস্ফোরক দাবী আনলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কোচবিহারের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা বাধার মুখে পড়ছেন বলে অভিযোগ উঠেছিল আর তাই আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন দিলীপবাবু। উত্তেজনা ছড়াতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এলাকায় যাচ্ছেন অভিযোগে মাথাভাঙা ও শীতলকুচি যাওয়ার পথে বুধবার কোচবিহারের হরিণচওড়াতে তাঁর পথ আটকে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসকর্মীরা। ফলে প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় দিলীপ ঘোষকে আটকে থাকতে হয় রাস্তায়, এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দিলীপবাবুকে অনুরোধ করেন ফিরে যেতে।
এরপরই দিলীপবাবু এই বিস্ফোরক অভিযোগ আনেন। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস ও পুলিশ সম্মিলিতভাবে তাঁর পথ আটকায়। হাতে লাঠি, বাঁশ নিয়ে তৃণমূলকর্মীরা বাধা দেন বলেও অভিযোগ আনেন তিনি। এই ঘটনা রাজ্যের গণতন্ত্রকে প্রশ্নের মুখে ফেলে দিল বলে উল্লেখ করেন তিনি। বাধ্য হয়েই কর্মসূচি বাতিল করে জেলা কার্যালয়ে ফিরে যেতে হয় বলে তিনি জানান। অন্যদিকে পুলিশের বক্তব্য, দিলীপ ঘোষ ঘটনাস্থলে গেলে গণ্ডগোলের আশঙ্কা ছিল। এলাকায় রাসমেলা চলছে। তাই পর্যাপ্ত পুলিশ না থাকায় তাঁকে নিরাপত্তা দেওয়াও সম্ভব ছিল না। সেই কারণেই এদিনের সভার অনুমতি দেওয়া হয়নি। বিজেপি পুলিশের অনুমতি ছাড়াই সভার আয়োজন করেছিল। ফলে যে কোনও মূহূর্তে উত্তেজনা ছড়াতে পারত। তাই দিলীপবাবুকে ফিরে যেতে অনুরোধ করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!