মুকুল ভক্তদের জন্য খুব শীঘ্রই কি আসতে চলেছে ‘সুখবর’? জাতীয় বিশেষ খবর রাজ্য November 15, 2017 সূত্রের খবর আবার রাজ্যসভায় ফিরতে চলেছেন মুকুল রায়। এবার তিনি রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ হতে পারেন বলে খবর। তবে রাজস্থানে রাজ্যসভার ভোট হবে আগামী বছরের এপ্রিল মাসে। কিন্তু বিজেপি নেতৃত্ত্ব ততোদিন অপেক্ষা করতে রাজি নন। তার আগেই আগামী জানুয়ারিতে বাজেট অধিবেশনের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা রয়েছে, আর তখনই রেল প্রতিমন্ত্রীর দায়িত্ত্ব দিয়ে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা করে দিতে ইচ্ছুক বিজেপির একটি অংশ বলে খবর। কিন্তু তার আগে বিজেপি শীর্ষনেতৃত্ত্ব চায় মুকুল রায় তৃণমূলের বিরুদ্ধে তাঁর রণংদেহি মেজাজ বজায় রাখুন। তার উপরে আগামী পঞ্চায়েত ও লোকসভা ভোটে ভালো রেজাল্ট করা পাখির চোখ করেছেন অমিত শাহরা। আর তাই আগামী দুআড়াই মাস মুকুল রায় পশ্চিমবঙ্গে সংগঠনের দায়িত্ব নিয়ে তাকে আরো মজবুত করে দিন এমনটাই প্রত্যাশা করছেন বিজেপি সর্বভারতীয় নেতৃত্ত্ব। আর তারপর কেন্দ্রের মন্ত্রী হয়ে আরো বেশি করে ঝাঁপিয়ে পড়ুন বাংলায় পদ্ম ফোটাতে। আপনার মতামত জানান -