গুজরাটের ভোট গণনা নিয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন হার্দিক জাতীয় December 17, 2017 আগামীকাল গুরাতের ভোটার ফলপ্রকাশ। আর তার আগেই হার্দিক পটেল চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মোদির বিরুদ্ধে। এদিন তিনি অভিযোগ করেন ইভিএম হ্যাকিংয়ের জন্য একদল সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে গুজরাটে। এদিন হার্দিক প্যাটেল তাঁর ট্যুইটারে লিখেছেন ৪,০০০ ইভিএম হ্যাকের জন্য আহমেদাবাদের এক কোম্পানির ১৪০ জন ইঞ্জিনিয়ার নিয়ে আসা হয়েছে এবং তারা তাদের কাজ করার প্রস্তুতি নিচ্ছে। সাথে তিনি অভিযোগ তোলেন বিশনগর, রাধনপুর এবং পটেল সম্প্রদায় ও দলিত অধ্যুষিত এলাকাগুলিতে ইভিএম হ্যাক করার চেষ্টা করা হয়েছিল।তাঁর লেখার স্বপক্ষে তিনি জানান যে মাংসের সারির উপরওয়ালা তৈরী করেছে সেই শরীরের বিকৃতি ঘটানো হচ্ছে যদি তা সম্ভব হয় তবে কেন ইভিএমে কারচুপি করা যাবে না। আর তাছাড়া এটিএমও তো হ্যাক করা যায়। প্রসঙ্গত দুদিন আগেই তিনি বিজেপির বিরুদ্ধে ইলেকট্রনিক ভোটিং মেশিনে কারচুপির অভিযোগ এনেছিলেন। আপনার মতামত জানান -