এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BREAKING – আমপান বিধ্বস্ত পরিবারগুলিকে বড়সড় অর্থনৈতিক সাহায্যের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

BREAKING – আমপান বিধ্বস্ত পরিবারগুলিকে বড়সড় অর্থনৈতিক সাহায্যের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের


বাংলায় করোনার থাবা ক্রমশ প্রকট হচ্ছিল, আর তার মাঝেই বাংলার বুকে ঝাঁপিয়ে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমপান। আমপানের তাণ্ডবলীলায় কার্যত ছারখার হয়ে গেছে বাংলার বড় অংশ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলায়। এছাড়াও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে আরও অনেক জেলায়।

আমপানের দাপট এতটাই ছিল যে স্বয়ং প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী ছুটে এসেছিলেন বাংলায়। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে তিনি ১০০০ কোটি টাকার অগ্রিম প্যাকেজ ঘোষণা করেন বাংলার জন্য। এছাড়াও রাজ্যপাল জগদীপ ধনকর দেন ৫০ লক্ষ টাকা। আর এবার আমপানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে বড়সড় আর্থিক সাহায্যের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী জানান আমপানে ৫ লক্ষ বিপর্যস্ত পরিবারকে ২০ হাজার টাকা করে সাহায্য করা হবে রাজ্য সরকারের তরফে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত আমপানের দাপটে বাংলায় প্রাণ হারিয়েছেন ৯৮ জন। ইতিমধ্যেই নিহতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, প্রধানমন্ত্রী মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন।

আজ মুখ্যমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মোট ৬২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই পাঁচ লক্ষ মানুষকে কুড়ি হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়াও ১০০ দিনের কাজের মাধ্যমে তাঁদের আরও ২৮ হাজার টাকা করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ১৫০০ টাকা এবং পানের বরোজের মালিকদেরও পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!