এখন পড়ছেন
হোম > Uncategorized > “অনুমতি ছাড়া বিএসএফকে ঢুকতে দেবে না ” এক্তিয়ার নিয়ে সমালোচনা মুখ্যমন্ত্রী মমতার !

“অনুমতি ছাড়া বিএসএফকে ঢুকতে দেবে না ” এক্তিয়ার নিয়ে সমালোচনা মুখ্যমন্ত্রী মমতার !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে আবারো বিএসএফের এক্তিয়ার  নিয়ে তীব্র সমালোচনা করেন রাজ্যের   মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  । দেখা গিয়েছিলো কিছুদিন আগেই কেন্দ্রে তরফ থেকে বিএস এর এক্তিয়ার  বাড়িয়ে  ৫০ কিমি করা হয়েছে । আর  প্রসঙ্গে এদিন প্রশাসনিক বৈঠক থেকে জেলা প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন  অনুমতি চাড়া ৫০ কিমি  পর্যন্ত ঢুকতে দেবে না , এ দিনের ভিডিয়ো কনফারেন্সে কোচবিহারের পুলিশ সুপার কে তিনি জানান কোচবিহারে এক দিকে অসম সীমানা, অন্য দিকে বাংলাদেশ সীমান্ত তাই  দুই ক্ষেত্রেই পুলিশকে সতর্ক থাকতে হবে ।

সূত্রের খবরে আরো জানা যায় যে এদিনের বৈঠকে থেকে  মুখ্যমন্ত্রী জানান, বিএসএফ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কোনও কাজ করলে রাজ্য পুলিশকে জানিয়েই যেন করে । সেইসাথে কোচবিহারের জেলা প্রশাসনিক কর্তাদের তিনি বলেন, ‘পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঢুকতে দেবে না বিএসএফকে, তোমাদের অনুমতি ছাড়া কারণ ওরা ঢুকেই গ্রামের লোককে গুলি করছে আর ও-পারে ফেলে দিয়ে আসছে।এ রকম অনেক ঘটনা আমাদের কাছে এসেছে। কোচবিহারে পর পর ওই ঘটনাগুলি ঘটেছে।’ যদিও এ প্রসঙ্গে বিএসএফের গোয়েন্দা বিভাগের এক কর্তা বলেন ‘এমন অভিযোগ ঠিক নয়। কোচবিহারে কী হয়েছে, তা সবাই জানেন।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!