এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহেও আচ্ছে দিনের স্বপ্ন বলবৎ রাখতে মোদী ১ লক্ষ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করলেন

করোনা আবহেও আচ্ছে দিনের স্বপ্ন বলবৎ রাখতে মোদী ১ লক্ষ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করলেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের কারণে এমনিতেই সংকটের মধ্যে দিয়ে চলছে গোটা দেশ। দীর্ঘদিন ধরে লকডাউন হওয়ায় অর্থনৈতিক পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই এমতাবস্তায় নতুন প্রকল্প গ্রহণ করতে উদ্যোগী হচ্ছে না কোনো সরকার। কিন্তু করোনা ভাইরাসকে কেন্দ্র করে সংকটময় পরিস্থিতি তৈরি হলেও, এবার কৃষিক্ষেত্রে নতুন দরজা খুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রের খবর, কৃষি উন্নয়নে এবার এক লক্ষ কোটি টাকার তহবিল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। জানা গেছে, রবিবার সকাল 11 টায় প্রধানমন্ত্রী কৃষি পরিকাঠামো তহবিলের আনুষ্ঠানিক সূচনা করবেন।শুধু তাই নয়, পি এম কিষান প্রকল্পে 17 হাজার কোটি টাকার ষষ্ঠ কিস্তির অর্থ বিতরণ করার কথাও রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যার মাধ্যমে প্রায় সাড়ে 8 কোটি কৃষক উপকৃত হবেন বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই করোনা পরিস্থিতির মধ্যে এত সংকটকালে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী দরাজহস্ত হওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক খুশির হাওয়া তৈরি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বস্তুত, ইতিমধ্যেই কৃষকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের সঙ্গে 12 টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মৌ স্বাক্ষর করা হয়েছে। যার মাধ্যমে 3 শতাংশ হারে সুদ দেওয়ার পাশাপাশি সর্বাধিক 2 কোটি টাকা ঋণ দেওয়া হবে। আর এবার প্রধানমন্ত্রী কৃষি পরিকাঠামো তহবিলের আনুষ্ঠানিক সূচনা করায় নতুন করে আশার আলো তৈরি হয়েছে।

কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তহবিল গঠনের ফলে কৃষকদের উৎপন্ন ফসলের দাম বৃদ্ধি পাবে। সব মিলিয়ে রবিবার প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মধ্যেও কৃষকদের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করায় কৃষকরা কতটা খুশি হন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!