এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দাদার অনুগামীতে এবার নতুন বিধায়ক, একের পর এক পোস্টারে বাড়ছে শাসকদলের অস্বস্তি!

দাদার অনুগামীতে এবার নতুন বিধায়ক, একের পর এক পোস্টারে বাড়ছে শাসকদলের অস্বস্তি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন ধরেই শাসকদলের বিরুদ্ধে দলীয় নেতাদের ফেসবুক পোস্ট ঘিরে বিরোধীদের মুখে শোনা গিয়েছিল তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কথা। সেখানে ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছিল বলে জানা গিয়েছিল কিছুদিন আগেই। ওই বিধায়ক ফেইসবুকে লিখেছিলেন যে, বারবার সংবাদ শিরোনাম দেখে তিনি নিশ্চিন্ত হয়েছেন যে ডায়মন্ডহারবার বিধানসভায় নতুন বিধায়ক তৈরি হয়েছেন।

ডায়মন্ডহারবারের গণদেবতারা সব দেখছেন বলেই জানিয়েছিলেন তিনি। সেইসঙ্গে ঠিক সময়ে সব উত্তর দেওয়ার কথাও জানান তিনি। তবে কাকে উদ্দেশ্য করে তিনি এমন পোস্ট করেছেন, তা নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে কারও নাম করেননি তিনি। যেটা সত্যি সেটাই ফেসবুকে পোস্ট করেছিলেন বলেই জানান তিনি।

সেইসঙ্গে সাড়ে চার বছর ধরে ডায়মন্ডহারবারের মানুষ সেটাই দেখছেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে তাঁর ঘনিষ্ঠ মহলের তরফে জানা গিয়েছিল, কোনও সরকারি অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ না জানানোয় এবং তাঁকে নিষ্ক্রিয় রাখাতে, সেই ক্ষোভ থেকেই তিনি সম্ভবত এমন কাজ করেছিলেন। অন্যদিকে, এদিনই বিধায়কের অনুগামীদের ফেসবুকে তাঁর ছবি দিয়ে আরও একটি পোস্ট করতে দেখা যায়। যেখানে লেখা ছিল, ‘আমরা দাদার অনুগামী।’

শুধু তাই নয়, একই সঙ্গে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ত্যাগ নিয়েও বিধায়ক দুঃখ প্রকাশ করেন। বস্তুত, শুভেন্দু অধিকারীর পদত্যাগের পর যেভাবে দলের নেতা মন্ত্রীদের মধ্যে অসন্তোষের যে ধিকি ধিকি আগুন জ্বলছিল, সেই থেকেই একের পর এক দলীয় কর্মীরা এমন মন্তব্য করছেন বলেই মনে করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে, এই ঘটনার পর বহু দিন ধরেই কোনও সরকারি- বেসরকারি অনুষ্ঠানে বিধায়ককে দেখা যাচ্ছিল না বলেই জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে দলীয় সভা-সমিতিতেও কার্যত কোণঠাসা হয়ে আছেন বলেই অভিযোগ করেছিলেন তাঁর ঘনিষ্ঠরা। সেখানে বুধবার শুভেন্দু অধিকারীর পদক্ষেপের পর দীপকবাবুর কেন্দ্রের নানা এলাকায় পোস্টার পড়েছে বলেই জানা গেছে। যেখানে লেখা রয়েছে, “পদ নয় পতাকা, তৈরি আছে জনতা। তোমার প্রতি দুর্ব্যবহারের জবাব দিতে ডায়মন্ড হারবারের মানুষ তৈরি আছে।” নেপথ্যে? “দাদার অনুগামী।”

অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে দীপকবাবু অভিযোগ করেছেন, ২০১৬ সালের পর থেকেই তাঁকে কোণঠাসা করে রাখা হয়। চোর, চিটিংবাজ, তোলাবাজ মানুষের সঙ্গে মেশেন না, এমন কথা বলা হয় তাঁর নামে। শুধু তাই নয়, দলের জন্য কাজ করেন না বলেও জানান হয়। সেইসঙ্গে হঠাৎ করে তাঁর সঙ্গে সমস্ত সহযোগিতা বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

তবে তাঁর কথায়, ডায়মন্ড হারবারের মানুষ তাঁকে ভালবাসেন। তাঁরা অনুভব করেছেন, তাঁর উপরে দিনের পর দিন অত্যাচার হচ্ছে। তাই তাঁরা আবেগের বশে এমন লিখেছেন বলেই দাবি করেছেন তিনি। তবে তাঁরা ঠিক করেননি বলেও অভিমত তাঁর। তাই সকলের কাছে তিনি আবেদন জানিয়েছেন, এ ধরনের পোস্টার না লিখতে।

সেইসঙ্গে শুভেন্দু অধিকারীর দল ছাড়া নিয়ে তিনি বলেন, ‘‘দুঃখজনক ঘটনা।’’সেইসঙ্গে তাঁর বিজেপিতে যাওয়া নিয়ে তিনি বলেন, ‘‘কোনও মন্তব্য করব না।’’ অন্যদিকে, এই বিষয়ে ডায়মন্ড হারবার ১ ব্লকের যুব তৃণমূল সভাপতি গৌতম অধিকারি জানিয়েছেন, বিধায়ক ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে দলের সভাপতি। দলের যে কোনও কর্মসূচি নেওয়ার দায়িত্ব তাই তাঁর। সেইসঙ্গে প্রত্যেকে তাঁর নিজের নিজের দায়িত্ব পালন করবেন বলেও আশা রেখেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!