এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতা নাকি শিক্ষক নিয়োগ করবেন! ঘোষনার নামে চরম ভাঁওতা, সোচ্চার বিজেপি!

মমতা নাকি শিক্ষক নিয়োগ করবেন! ঘোষনার নামে চরম ভাঁওতা, সোচ্চার বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি করুন পরিণতি, তা সকলেই জানেন। নতুন করে এটা আর বলতে হবে না। দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি দিয়ে শিক্ষা দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে আধিকারিকদের অধিকাংশই জেলের মধ্যে রয়েছেন। অনেকের চাকরি বাতিল হয়ে গিয়েছে। এখনও এই ঘটনায় তদন্ত চলছে। আর তার মধ্যেই পাহাড়ের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল শিক্ষক নিয়োগের ঘোষণা। তবে যে নিয়োগের জন্য চাকরি প্রার্থীরা অপেক্ষা করে বসে থাকেন, মুখ্যমন্ত্রীর এবারের ঘোষণায় তারা আরও হতাশ হয়ে গেলেন। কারণ হয় মুখ্যমন্ত্রী মিথ্যে ঘোষণা করেছেন, তা না হলে চাকরির জন্য হয়ত উদ্যোগ নেওয়া হবে। কিন্তু আদতে কারা চাকরি পাবেন, সেটাই লাখ টাকার প্রশ্ন। অন্তত তেমনটাই বলছে বিরোধীরা।

প্রসঙ্গত, আজ পাহাড়ের মাটি থেকে শিক্ষক নিয়োগ নিয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “দার্জিলিংয়ে 509 জন শিক্ষক নিয়োগ করা হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি নয় কেউই। একাংশ বলছেন, যে দুর্নীতি শিক্ষা দপ্তরে হয়েছে, তাতে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী মানুষের মন গলাতে পারবেন না। রাস্তায় বেকাররা বসে রয়েছে, প্রকৃত শিক্ষিত চাকরিপ্রার্থীদের চাকরি না দিয়ে তা টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন তৃণমূল নেতারা। তাই প্রকৃত চাকরি প্রার্থীদের চোখের জল না মুছে পাহাড়ের মাটিতে এসে মুখ্যমন্ত্রীর এই ভাঁওতা প্রতিশ্রুতিতে চিড়ে ভিজবে না। সামনে ভোট। হয়ত তাই আবার একটা মিথ্যে জাল ফেলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান বলেই দাবি একাংশের।

ইতিমধ্যেই গোটা বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। তাদের দাবি, মুখ্যমন্ত্রী ভাওতাবাজি ছাড়া আর কিছুই জানেন না। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এখন মানুষের মন গলানোর চেষ্টা করছেন তিনি। এই রাজ্যের মানুষ বুঝে গিয়েছে, এই সরকারের আমলে আর চাকরি হবে না। তা না হলে শিক্ষিত চাকরি প্রার্থীরা দিনের পর দিন রাস্তায় বসে থাকতে পারেন না। তাই পাহাড়ের মাটিতে গিয়ে একটা চমক দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। তবে তার কথায় আর কেউ বিশ্বাস করে না বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হবেন, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু তিনি শিক্ষক নিয়োগ করবেন, এটা অন্তত সাদা চোখে কেউ মেনে নিতে পারবে না। আসলে তিনি বুঝতে পেরেছেন, পাহাড়ের মানুষ বিগড়ে গিয়েছে। তারা এই সরকারের বঞ্চনার অভিযোগে রাস্তায় নামছেন। তাই লোকসভা ভোটের আগে শিক্ষক নিয়োগের কথা বলে আরও একটা ঢপের চপ দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!